মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ২৪ আগস্ট ২০২১, ১১:৪৬

বিশ্বে ২৪ ঘণ্টায় করোনায় আরও সাড়ে ৭ হাজার মৃত্যু

অনলাইন ডেস্ক
বিশ্বে ২৪ ঘণ্টায় করোনায় আরও সাড়ে ৭ হাজার মৃত্যু

প্রাণঘাতী করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে মারা গেছেন ৭ হাজার ৫৬৪ জন। একই সময়ে নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন ৫ লাখ ১১ হাজার ৪১১ জন। এই সময়ে করোনা থেকে সুস্থ হয়েছেন ৫ লাখ ৭০ হাজার ৮২১ জন। আজ মঙ্গলবার (২৪ আগস্ট) সকাল ৮টায় আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য জানা গেছে।

ওয়ার্ল্ডোমিটারের পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২১ কোটি ৩২ লাখ ৭৪ হাজার ৯৯৯ জনের। এর মধ্যে মারা গেছেন ৪৪ লাখ ৫৩ হাজার ৩৬ জন। আর সুস্থ হয়ে উঠেছেন ১৯ কোটি ৮ লাখ ১১ হাজার ১৯১ জন।

করোনা সংক্রমণ ও মৃত্যুতে এখনো বিশ্বে শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত করোনা শনাক্তের সংখ্যা ৩ কোটি ৮৮ লাখ ১৪ হাজার ৫৯৬ জন। এর মধ্যে ৬ লাখ ৪৬ হাজার ৬৬৭ জন মারা গেছেন। এ ছাড়া সুস্থ হয়েছেন তিন কোটি ৫ লাখ ৭০ হাজার ২২৯ জন।

সংক্রমণে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে এখন পর্যন্ত শনাক্তের সংখ্যা তিন কোটি ২৪ লাখ ৬০ হাজার ৩২৮ জন। এর মধ্যে মারা গেছেন চার লাখ ৩৫ হাজার ৫০ জন। এছাড়া সুস্থ হয়ে উঠেছেন তিন কোটি ১৬ লাখ ৯০ হাজার ৫৮৬ জন।

সংক্রমণের তালিকায় তৃতীয় কিন্তু মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিলে করোনা শনাক্তের সংখ্যা দুই কোটি পাঁচ লাখ ৮৩ হাজার ৯৯৪ জন। এর মধ্যে মারা গেছেন পাঁচ লাখ ৭৪ হাজার ৯৪৪ জন। আর সুস্থ হয়েছেন এক কোটি ৯৪ লাখ ৭৯ হাজার ৯৪৭ জন।

সংক্রমণের এ তালিকায় এরপরের স্থানগুলোতে রয়েছে রাশিয়া, ফ্রান্স, যুক্তরাজ্য, তুরস্ক, আর্জেন্টিনা, কলম্বিয়া, স্পেন, ইরান ইতালি। সংক্রমণের তালিকায় ২৭ নম্বরে রয়েছে বাংলাদেশ। এখন পর্যন্ত দেশে মোট করোনা রোগী শনাক্ত হয়েছেন ১৪ লাখ ৬৭ হাজার ৭১৫ জন। আর এতে মারা গেছেন ২৫ হাজার ৩৯৯ জন। করোনা থেকে সেরে উঠেছেন ১৩ লাখ ৭২ হাজার ৮৫৬ জন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়