শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ০৩ আগস্ট ২০২৩, ০০:২৯

বাংলাদেশে ফেসবুক-ইউটিউবের কার্যালয় স্থাপনের বিষয়ে কাজ চলছে

অনলাইন ডেস্ক
বাংলাদেশে ফেসবুক-ইউটিউবের কার্যালয় স্থাপনের বিষয়ে কাজ চলছে

বাংলাদেশে ফেসবুক ও ইউটিউবের কার্যালয় স্থাপনে গুরুত্ব দিয়ে এ বিষয়ে কাজ চলছে বলে জানিয়েছে একাদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। এ সংক্রান্ত এক অগ্রগতি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।বুধবার সংসদ ভবনে কমিটির ৩০তম বৈঠকে এ তথ্য জানানো হয়। এতে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমেদ।বৈঠকে অংশ নেন কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সামছুল আলম দুদু, কুজেন্দ্র লাল ত্রিপুরা, ডা. সামিলউদ্দিন আহমেদ শিমুল এবং রুমানা আলী।

সভায় ২৯তম বৈঠকের কার্যবিবরণী অনুমোদন ও নিশ্চিত করা এবং ২৯তম বৈঠকে নেওয়া সিদ্ধান্তের অগ্রগতি ও বাস্তবায়ন সম্পর্কে আলোচনা হয়।অগ্রগতি প্রতিবেদনে বাংলাদেশে ফেসবুক ও ইউটিউবের কার্যালয় স্থাপন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদরদপ্তরে নতুন সাপোর্ট উইং গঠন, পার্বত্য চট্টগ্রামসহ সারা বাংলাদেশে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মোবাইল ফোন ব্যতীত একটি নিজস্ব কমিউনিকেশনস সার্ভিস চালু, মাদক কারবারিদের পাশাপাশি মাদকে অর্থলগ্নীকারী পৃষ্ঠপোষকদের তালিকা করার বিষয়ে জানানো হয়।

এছাড়া মাদক থেকে অর্থ পাচারকারীদের তালিকা প্রণয়নের বিষয় গুরুত্বের সঙ্গে বিবেচনা করে এ সংক্রান্ত কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানানো হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়