শনিবার, ০৫ এপ্রিল, ২০২৫  |   ২৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৭ জুলাই ২০২৩, ০১:৪০

গোয়েন্দা কর্মকর্তাসহ ১০ জনকে কামড় বাইডেনের কুকুরের!

অনলাইন ডেস্ক
গোয়েন্দা কর্মকর্তাসহ ১০ জনকে কামড় বাইডেনের কুকুরের!

হোয়াইট হাউজে ঢুকে যেন মাথা বিগড়ে গেছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নতুন পোষা কুকুর কমান্ডারের। সেটি ইতোমধ্যে গোয়েন্দা কর্মকর্তাসহ অন্তত ১০ জনকে কামড় দিয়েছে।

জানা গেছে, ভুক্তভোগীদের তালিকায় গোয়েন্দা সংস্থার একজন কর্মকর্তা আছেন, যাকে গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাও নিতে হয়েছে।

২০২১ সালে বাইডেনের ভাই জার্মান শেফার্ড কুকুরটিকে উপহার হিসেবে দেন। বাইডেনের আরেকটি কুকুর ‘মেজরকে’ বিদায়ের পর হোয়াইট হাউজে নিয়ে আসা হয় নতুন কুকুর কমান্ডারকে। হোয়াইট হাউজে প্রবেশের পর অন্ততপক্ষে ১০ জনকে সে কামড় দিয়েছে। কামান্ডারের কামড় বা হামলার ঘটনাগুলোর মধ্যে সবচেয়ে গুরুতর ঘটনাটি ঘটে ২০২২ সালের ৩ নভেম্বর। ওই দিন সে গোয়েন্দা সংস্থার পোশাক পরা এক কর্মকর্তার হাত ও উরুতে কামড় দিয়েছিল। পরে ওই কর্মকর্তাকে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়।

এই ঘটনার কয়েক মাস পরে বাইডেন পরিবারের সদস্যদের নিয়ে সিনেমা দেখতে যাওয়ার আগে কমান্ডারকে হোয়াইট হাউজের বাইরে পাঠিয়ে দেন। ওই রাতে সে আরেক গোয়েন্দা কর্মীর হাত ও বাহুতে কামড় দিয়েছিল। এর পরের মাসে কমান্ডার বাইডেনের ডিলওয়ারের বাড়িতে একজন নিরাপত্তা টেকনিশিয়ানকে কামড় দেয়।

হোয়াইট হাউসের একজন মুখপাত্র বাইডেনের কুকুরের কামড়ানোর ঘটনাগুলোর সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে কমান্ডারকে আরও প্রশিক্ষণ দেওয়া হবে। সূত্র: সিএনএন, নিউ ইয়র্ক পোস্ট, এপি, দ্য গার্ডিয়ান

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়