রবিবার, ০৫ জানুয়ারি, ২০২৫  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ০৪ আগস্ট ২০২১, ১০:২০

বিল গেটস-মেলিন্ডার আনুষ্ঠানিক বিচ্ছেদ

অনলাইন ডেস্ক
বিল গেটস-মেলিন্ডার আনুষ্ঠানিক বিচ্ছেদ

আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ হলো বিল ও মেলিন্ডা গেটসের। সোমবার ওয়াশিংটনের কিং কাউন্টি সুপিরিয়র কোর্টের এক আইনজীবি তাদের ডিভোর্স পেপারে স্বাক্ষর করেছেন। এর মধ্য দিয়ে ২৭ বছর পর তাদের বিচ্ছেদ হলো। অবশ্য নাম পরিবর্তনের জন্য আদালতে কেউ-ই আবেদন করেননি।

গেল মে মাসের ৩ তারিখ তারা বিচ্ছেদের সিদ্ধান্ত নেন। একসঙ্গে তারা দুজন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি জানান। ওই ঘোষণার তিন মাস পর তাদের আনুষ্ঠানিক বিচ্ছেদ হলো। মেলিন্ডা ১৯৮০ সালে বিল গেটসের প্রতিষ্ঠান মাইক্রোসফটে যোগ দিয়েছিলেন। সেবারই প্রথম তাদের সাক্ষাৎ হয়। এরপর ভালো লাগা। সেখান থেকে বিয়ে। যৌথ জীবনে তাদের ৩ সন্তান রয়েছে।

তারা দুজন যৌথভাবে বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন পরিচালনা করতেন। বিবাহ বিচ্ছেদ হলেও তারা বিশ্বাস করেন একসঙ্গে এই ফাউন্ডেশন চালিয়ে নিতে পারবেন। বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন সংক্রামক ব্যধি ও শিশুদের টিকাদান কর্মসূচির পেছনে মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করছে। বর্তমানে এটি বিশ্বের সর্ববৃহৎ প্রাইভেট ফাউন্ডেশন।

বর্তমানে বিল গেটস বিশ্বের সেরা ধনীদের তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন। ফোর্বস ম্যাগাজিনে প্রকাশিত তথ্য অনুযায়ী তার মোট সম্পত্তির পরিমাণ ১৫২ বিলিয়ন মার্কিন ডলার।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়