মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২১, ০৯:০২

বিজয় দিবস উপলক্ষে মালদ্বীপ আওয়ামী লীগের আলোচনা সভা

মো: এমরান হোসেন তালুকদার, মালদ্বীপ থেকে
বিজয় দিবস উপলক্ষে মালদ্বীপ আওয়ামী লীগের আলোচনা সভা

১৭ ডিসেম্বর (শুক্রবার) মালদ্বীপের রাজধানী মালের তিন তারকা হোটেল জেন-এর হলরোমের অডিটোরিয়ামে বাংলাদেশ আওয়ামী লীগ মালদ্বীপ শাখার উদ্যোগে বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে আওয়ামী লীগ মালদ্বীপ শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নূরে আলম রিন্টুর সঞ্চালনায় সংগঠনের সভাপতি আলহাজ্ব দুলাল মাদবরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ মালদ্বীপ শাখার প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ কমিউনিটি ওয়েলফেয়ার এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি মির সাইফুল ইসলাম মাস্টার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্যাংক অব মালদ্বীপের সাবেক সিইউ সৈয়দ বারিক উল্লাহ, আওয়ামী লীগ মালদ্বীপ শাখার সাধারন সম্পাদক মো: দুলাল হোসেন, প্রবাসী শিক্ষক মো: শফিকুল ইসলাম।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলওয়াত শেষে শুভেচ্ছা বক্তব্য রাখেন আওয়ামী লীগ মালদ্বীপ শাখার সাংগঠনিক সম্পাদক এমকেআর শেখ কামাল, আনিচুর রহমান, সহ-সভাপতি মো: ফয়েজুর রহমান, সিনিয়র সহ-সভাপতি মোঃ ছাদেক হাজী।

আলোচনা সভায় বক্তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান । সেই সাথে কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন জাতির শ্রেষ্ঠ সন্তানদের যাঁদের মহান আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ। বক্তারা বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ দ্রুত এগিয়ে চলেছে এবং তাঁর নেতৃত্বেই অর্জিত হবে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ। পরে স্থানীয় নীল দরিয়া শিল্পী গোষ্ঠীর পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের শেষে সকলে জন্য নৈশ্যভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়