প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২১, ০০:০০
ন্যাচারাল থেরাপি
আকুপ্রেশার : বিভিন্ন অঙ্গের সমস্যা ও চিকিৎসা
অধ্যাপক কে. এম. মেছবাহ্ উদ্দিন (৬ষ্ঠ পর্ব ॥ পূর্ব প্রকাশিতের পর)
দীর্ঘদিন যাবৎ আকুপ্রেশার সেবা প্রদানকারী ও চিকিৎসাসেবা গ্রহণকারীরা বিভিন্ন অঙ্গের একটি সংক্ষিপ্ত চিকিৎসাসেবা লেখার অনুরোধ করে আসছিলেন। তাদের চাহিদার প্রেক্ষিতে আমার সাধ্য অনুযায়ী অঙ্গের নাম ও তার সমস্যাবলি এবং চাপ দেয়ার বিন্দু সম্পর্কে পরামর্শ দেয়ার চেষ্টা করছি।
|আরো খবর
মাথা : স্মৃতিশক্তি দুর্বলতা ১ ও ৩নং বিন্দু, বাড়তি তাপজনিত মাথাব্যথা ২, ৫, ২২ ও ২৩নং বিন্দু, মাইগ্রেনের সমস্যা ২, ৫ ও ২৫নং বিন্দু, ¯œায়ুবিক দুর্বলতা ১, ২ ও ৫নং বিন্দু, নিউরোন বিন্দু ও সাইটিকা বিন্দু, চোখের সমস্যাজনিত মাথাব্যথা ২, ৫, ৩৫ ও ৩৫-এর বিপরীত পাশের্^ অতিরিক্ত মানসিক পরিশ্রম ৯নং বিন্দুতে দু মিনিট চেপে ধরা।
চোখ : লাল হওয়া, পানি পড়া, ফুলে যাওয়া, ব্যথা করা ৩৫নং বিন্দু, নেত্রনালী ক্ষতিগ্রস্ত ও চোখে ছানি পড়া ৩ ও ৩৫নং বিন্দু।
নাক : নাক দিয়ে রক্ত পড়া, বন্ধ হয়ে থাকা ও পলিপাস ১৫, ৩৪ ও সাইটিকা বিন্দু।
কান : কানে ব্যথা, কানে কম শোনা ৩১ ও ৩৩ নং বিন্দু এবং কান পাকা, কানে পুঁজ হওয়া ৩১, ৩৩ ও ১৬নং বিন্দু।
গলা : গলা ব্যথা, ফুলে যাওয়া ৬নং বিন্দু, টনসিল ও স্বরভঙ্গ ৬, ৭, ৩১ ও ৩৪নং বিন্দু, ঘাড় ব্যথা ৭নং বিন্দু, কাঁধে ব্যথা ২৪নং বিন্দু ও রেডিয়াল বিন্দু।
হার্ট : বুকের বামপাশের্^ চিন চিন করে ব্যথা করা ৩৬নং বিন্দু, হার্ট এনলার্জ ৮, ২৭, ২৯ ও ৩৬নং বিন্দু, রক্ত সংবহন ধীরসম্পন্ন হওয়া ২৮ ও ৩৬নং বিন্দু, হার্ট অ্যাটাকের সম্ভাবনা ৮ ও ৩৬নং বিন্দু এবং হার্ট ব্লক ও শ^াসকষ্ট ৮, ৩৬নং বিন্দু ও গ.ঋ।
ফুসফুস : হাঁপানী ২৮ ও ৩০নং বিন্দু ও টি.বি. ৮, ১৬ ও ৩০নং বিন্দু।
লিভার ও পিত্তথলি : লিভার ও পিত্তথলির সমস্যা ২২ ও ২৩নং বিন্দু, জন্ডিস ২২, ২৩ (প্রচন্ড ব্যথা), ২৭, ২৮ ও ২৯, পিত্তথলিতে পাথর ৮, ২২, ২৩ ও ২৮নং বিন্দু ও লিভারসিরোসিস (লিভার ক্যান্সার) ৮, ১৬, ২২, ২৩, ২৭, ২৮ ও ২৯নং বিন্দু।
পাকস্থলি : বদহজম ও গ্যাস্ট্রিক ১৯, ২২, ২৩ ও ২৭নং বিন্দু, আলসার ১৬, ২২, ২৩ ও ২৭নং বিন্দু, অ্যাপেন্ডিসাইডের সমস্যা ২১নং বিন্দু।
ক্ষুদ্রান্ত্র : ক্ষুদ্রান্ত্রের সমস্যা ১৯নং বিন্দু, আলসার, এসিডিটি ও গ্যাস্ট্রিক ১৬, ১৯, ২২, ২৩ ও ২৭নং বিন্দু।
কোলন ও মলাধার : কোলনে সমস্যা ২০নং বিন্দু, কোষ্টকাঠিন্য, আমাশয় ও উদারাময় (পাতলাপায়খানা) ২০, ২২, ২৩, ২৭ ও ২৯নং বিন্দু, কোলনে আলসার ১৬, ২০, ২২, ২৩ ও ২৭নং বিন্দু, অশর্^ ১০, ২০, ২৭ ও ২৯নং বিন্দু।
কিডনী : কিডনীর যে কোনো সমস্যার জন্যে ২৬নং বিন্দু, কিডনীতে পাথর ৮ ও ২৬নং বিন্দু।
মূত্রথলি : প্র¯্রাবের যে কোনো সমস্যার জন্যে, ১১, ১২, ১৩/১৪ ও ২৬নং বিন্দু, মেরুদ-ের সমস্যা ও কোমড় ব্যথা ৯ ও সাইটিকা বিন্দু, হাঁটু ব্যথা, ৮, ১৭, ২৪ ও সাইটিকা, হাত-পা চিবানো ঘ.চ.।
গ্রন্থিগুলো ও তাদের সমস্যা চিকিৎসা
থাইমাস গ্রন্থি : শিশুদের স্বাভাবিক বৃদ্ধি না হওয়া ও জড়বুদ্ধিসম্পন্ন হওয়া ৩৮নং বিন্দু, সবসময় অসুস্থ থাকে ৩৮নং বিন্দু ও অন্যান্য অসুস্থতার বিন্দুসমূহ।
থাইরয়েড/প্যরাথাইরয়েড গ্রন্থি : ক্যালসিয়াম বিপাক না হওয়া ৮নং বিন্দু, ক্যালসিয়াম ঘাটতি ও জয়েন্ট পেইন ৮, ৯, ১১, ১৬, ১৮ ও ২৬নং বিন্দু, ওজন বেড়ে যাওয়া ৮, ১১, ১৬, ২২, ২৩ ও ২৬নং বিন্দু, সামান্য পরিশ্রমে হাঁপিয়ে উঠা ৮, ২৮ ও ৩৬নং বিন্দু।
প্রোস্টেট গ্রন্থি : পুরুষের যৌন সমস্যা ১১, ১২ ও ১৪নং বিন্দু, প্রোস্টেট ক্যান্সার ৮, ১১, ১২, ১৪, ১৬, ২৫, ২৮ ও ২৬নং বিন্দু।
ডিম্বাশয় গ্রন্থি : মেয়েদের যৌন সমস্যা ১১, ১২ ও ১৩নং বিন্দু, জরায়ু ক্যান্সার ৮, ১১, ১২, ১৩, ১৬, ২৫, ২৮ ও ২৬নং বিন্দু, ফসফরাস বিপাক না হওয়া ১১নং বিন্দু।
এড্রিনাল গ্রন্থি : হাত-পা ঘামা, অধিক উত্তেজনা, রাগ ইত্যাদি ২৮নং বিন্দু।
অগ্নাশয় গ্রন্থি : ডায়াবেটিস ৮, ২৫ ও ২৮নং বিন্দু, ডায়েবেটিসের মাত্রা খুব বেশি হলে ৮, ২৫, ২৮ ও গঋ, রক্তশূন্যতা ২৫ ও ৩৭নং বিন্দু।
পিটুইটারী : মাতৃদুগ্ধের স্বল্পতা ৩, খ.ই ও জ.ই, জরায়ুর সংকোচন ৩ ও ১৩, বামনত্ব বা অতিবৃদ্ধি ৩নং বিন্দু।
পিনিয়ল : হাই-প্রেশার ৪, ৮ ও ২৮নং বিন্দু ও দেহে পানির পরিমাণ বেড়ে যাওয়া ৪, ২২, ২৩ ২৭ ও ২৬নং বিন্দু।
লসিকা : পুঁজ শুকানো, ক্ষতস্থানকে সারিয়ে তোলা, মৃতকোষ নিয়ন্ত্রণ ও টিউমার ১৬ ও অন্যান্য প্রয়োজনীয় বিন্দু।
ক্যান্সার : ১৬নং বিন্দু, অন্যান্য গ্রন্ধি ও অঙ্গের প্রয়োজনীয় বিন্দু। (চলবে)
অধ্যাপক কে. এম. মেছবাহ্ উদ্দিন : বিভাগীয় প্রধান, পদার্থবিজ্ঞান বিভাগ, ফরিদগঞ্জ বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজ। ফরিদগঞ্জ, চাঁদপুর।
[পরের পর্ব আগামী সংখ্যায় প্রকাশিত হবে]