রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২১, ০০:০০

করোনার নতুন ধরন, নতুন ওষুধ

করোনার নতুন ধরন, নতুন ওষুধ
ডাঃ আবদুস শাকুর খান

করোনা মহামারির দুঃসময় পেরিয়ে ‘নতুন স্বাভাবিক’ জীবনধারায় খানিকটা স্বস্তির নিশ্বাস ফেলে অভ্যস্ত হচ্ছিলাম আমরা। এরই মধ্যে দুঃসংবাদ। প্রায় হঠাৎ করোনাভাইরাসের নতুন এক ধরনের (ভেরিয়েন্ট) কথা শোনা যাচ্ছে। এ নিয়েই বিশ্বজুড়ে তোলপাড়। করোনাভাইরাসের নতুন এই ধরনের নাম ‘অমিক্রন’। গত ২৪ নভেম্বর প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকায় ধরা পড়ে এই নতুন ধরনের করোনাভাইরাস, যা জিনগত দিক থেকে আগের ধরনগুলোর চেয়ে আলাদা তো বটেই, বৈশিষ্ট্যের দিক থেকেও খানিকটা ভিন্ন প্রকৃতির।

নতুন ধরন নিয়ে যে কারণে তোলপাড়

অমিক্রনের বৈশিষ্ট্য হলো ‘পুনঃসংক্রমণ’ করতে পারার সক্ষমতা। অর্থাৎ করোনাভাইরাসের টিকা নেয়া থাকলেও যে কেউ সংক্রমিত হতে পারেন নতুন এই ধরনে। একইভাবে কেউ আগে করোনা সংক্রমিত হয়ে থাকলে তারও পুনরায় আক্রান্ত হওয়ার আশঙ্কা আছে। জানা গেছে, ‘লার্জ নম্বর অব মিউটেশন’-এর ফলে এই নতুন ধরনের সৃষ্টি। অর্থাৎ করোনাভাইরাসের বহুমাত্রিক জিনগত পরিবর্তনই অমিক্রন সৃষ্টি করেছে।

এর অন্যতম বিশেষত্ব হলো, অনেক মানুষকে দ্রুত সময়ে সহজে সংক্রমিত করতে পারে। শরীরের রোগ প্রতিরোধক্ষমতাকে ফাঁকি দিয়ে সহজেই আক্রমণ করতে পারে করোনাভাইরাসের এই ধরন।

অমিক্রন সম্পর্কে জানুন

সংক্রমণ ক্ষমতা উচ্চ হলেও এর বিধ্বংসী ক্ষমতা কতটুকু, তা নিয়ে এখনো বলার সময় আসেনি। এ পর্যন্ত প্রাপ্ত তথ্য-উপাত্ত বলছে, অমিক্রনের সংক্রমণ খুব মারাত্মক ধরনের হয় না। তবে এ নিয়ে আরও গবেষণা প্রয়োজন (প্রতিনিয়ত বিজ্ঞানীরা কাজ করে চলেছেন এর নানা দিক নিয়ে), তাই আরও তথ্য না পাওয়া অবধি অপেক্ষা করতে হবে। তবে অবশ্যই থাকতে হবে সচেতন, যাতে সংক্রমণের হারকে প্রতিহত করা সম্ভব হয়। তা না হলে আবারও স্বাস্থ্যব্যবস্থার ওপর চাপ বাড়বে, নাজুক পরিস্থিতি সৃষ্টি হবে, করোনা বিধিনিষেধে যেতে হলে অর্থনৈতিক ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হবে। এই ঝুঁকি থেকে বাঁচাতে পারে ব্যাপক সচেতনতা।

দক্ষিণ আফ্রিকার সীমানা পেরিয়ে ইউরোপ পর্যন্ত পৌঁছে গেছে অমিক্রন। ধারণা করা হচ্ছে, সারা পৃথিবীতেই ছড়িয়ে পড়তে পারে এই ভাইরাস। তাই বিশ্বজুড়ে বিভিন্ন দেশে জারি হয়েছে বাড়তি সতর্কতা। বাংলাদেশও যেনো পিছিয়ে না পড়ে। সংক্রমণের আগে আগে হাঁটতে হবে, পিছু পিছু নয়।

আতঙ্ক নয়, চাই সচেতনতা

নতুন ধরন আবিষ্কৃত হয়েছে বলে কিন্তু আতঙ্কের কিছু নেই। আতঙ্কিত না হয়ে বরং স্বাস্থ্যবিধি মেনে সব ধরনের করোনাভাইরাসকে প্রতিহত করাই আমাদের লক্ষ্য হওয়া উচিত। তাই সতর্কতামূলক ব্যবস্থা নিতে হবে ব্যক্তি থেকে শুরু করে রাষ্ট্র পর্যায়ে।

জল, স্থল ও আকাশপথে দেশে প্রবেশের ক্ষেত্রে রাষ্ট্র নেবে সতর্কতামূলক ব্যবস্থা। ঝুঁকিপূর্ণ এলাকা থেকে আগতদের জন্যে অবশ্যই রাখতে হবে স্ক্রিনিং ও কোয়ারেন্টিন সুবিধা। জনগণকেও সহযোগিতা করতে হবে, মেনে চলতে হবে রাষ্ট্রীয় বিধিনিষেধ।

মাস্ক পরার বিকল্প নেই। নাকের নিচে কিংবা থুতনিতে নয়, মাস্ক পরতে হবে নাক ও মুখ ভালোভাবে ঢেকে। জনসমাগম এড়াতে হবে যথাসম্ভব। বন্ধু, আত্মীয়, সহকর্মীÑযার সংস্পর্শেই আসুন না কেনো, মাস্ক পরুন সঠিকভাবে। হাত ধোয়ার নিয়ম, হাঁচি-কাশির শিষ্টাচার এবং স্বাস্থ্যবিধির অন্যান্য দিকÑসবটাই মেনে চলতে হবে। সংক্রমণ কমে আসায় বিধিনিষেধে ঢিলেমি এসেছিলো, তা আর চলবে না।

করোনাভাইরাসের টিকা নিয়ে থাকলেও অমিক্রনে সংক্রমণ হতে পারে, এটা ঠিক। কিন্তু যে ব্যক্তি আদতেই টিকা নেননি, তার ক্ষেত্রে করোনাভাইরাসের যে কোনো ধরনে সংক্রমণ হয়ে জটিলতা সৃষ্টি হতে পারে। তাই এখনো টিকা নিয়ে না থাকলে যতো দ্রুত সম্ভব, টিকা নেয়ার জন্যে নিবন্ধন করে নিন।

উপসর্গ দেখা দিলে

জ্বর, সর্দি, শুকনা কাশি, গলা বসে যাওয়া এবং শরীর ব্যথার মতো সাধারণ উপসর্গ দেখা দেয় অমিক্রন সংক্রমণে। করোনা সংক্রমণের যে কোনো ধরনের উপসর্গ দেখা দিলে তাই স্থানীয় স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে জানাতে হবে অতিসত্বর। আর তাৎক্ষণিকভাবে নিজেকে পৃথক করে ফেলতে হবে অন্যদের কাছ থেকে (আইসোলেশন), যাতে একজন রোগী থেকে বহুজনে সংক্রমণ ছড়াতে না পারে। রোগীকে চিকিৎসা নিতে হবে রোগের উপসর্গ অনুযায়ী।

করোনার নতুন ওষুধ মলনুপিরাভির

করোনার নতুন ধরনের সঙ্গে সঙ্গে নতুন নতুন চিকিৎসাও আসছে। সম্প্রতি নতুন একটি ওষুধ অনুমোদন পেয়েছে বিশ্বের বিভিন্ন দেশে। মলনুপিরাভির নামের এই ওষুধ করোনাভাইরাস সংক্রমণের চিকিৎসায় কার্যকর। অনুমোদন পেয়েছে আমাদের দেশেও। যদিও এটি কোনো ধরনের ইনজেকশন নয় (মুখে খাওয়ার ওষুধ), তবু এই ওষুধ সবার জন্যে প্রযোজ্য নয়। তাই সংক্রমণের উপসর্গ দেখা দিলেই নিজে নিজে ওষুধ সেবন করা যাবে না। এই ওষুধ বাড়ির প্রাথমিক চিকিৎসা বাক্সে রেখে দেয়ার মতো কোনো ওষুধও নয়।

কার জন্য, কার জন্যে নয়

কেবল জরুরি কিছু ক্ষেত্রেই গ্রহণ করা যাবে মলনুপিরাভির। ডায়াবেটিস বা হৃদ্রোগে আক্রান্ত বা অতিরিক্ত ওজন যাদের, তারা যদি করোনাভাইরাসে সংক্রমিত হন এবং সেই সংক্রমণ যদি হয় মৃদু থেকে মাঝারি ধরনের, কেবল তাদের জন্যেই এই মলনুপিরাভির। সংক্রমণের মাত্রাটি আসলে কেমন অর্থাৎ মৃদু বা মাঝারি সংক্রমণ হওয়ার বিষয়টি নিশ্চিত করতে পারেন কেবল একজন চিকিৎসক। তিনিই বলতে পারবেন, এই ওষুধ কোন্ রোগীর জন্যে নির্দেশিত আর কোন্ রোগীর জন্যে নির্দেশিত নয়।

উপসর্গ দেখা দেয়ার পাঁচ দিনের মধ্যে ওষুধটি শুরু করতে হয়। তাই লক্ষণ দেখা দিলে দেরি না করে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়াটা জরুরি। সংক্রমণের মাত্রা বেড়ে গেলে এবং প্রথম পাঁচটি দিন পার হয়ে গেলে এই ওষুধ কাজে আসবে না। ওষুধটি শুরু করার পরও মোট পাঁচ দিন সেবন করতে হয়। শিশু, গর্ভবতী ও স্তন্যদায়ী নারীদের জন্যে নয় মলনুপিরাভির। বড় ধরনের কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা না গেলেও রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো অবস্থাতেই গ্রহণ করা যাবে না এই ওষুধ।

অনুলিখন : ডা. রাফিয়া আলম।

লেখক : বক্ষব্যাধি বিশেষজ্ঞ এবং কোষাধ্যক্ষ,

বাংলাদেশ লাং ফাউন্ডেশন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়