প্রকাশ : ১৩ এপ্রিল ২০২২, ০০:০০
চাঁদপুর সদরের অন্যতম বিদ্যাপীঠ বীর প্রতীক মমিন উল্লাহ পাটোয়ারী একাডেমি সহ-পাঠক্রমিক কার্যক্রমে ব্যাপক সাফল্য অর্জন করেছে। এবার ৫০তম জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় প্রতিষ্ঠানটি দলগত খেলায় মোট ২৫ বার চ্যাম্পিয়ন-রানারআপ হয়েছে এবং ব্যক্তিগত খেলায় (অ্যাথলেটিকস্) মোট ২২টিতে পুরস্কার পেয়েছে। এছাড়াও দেশি বোলার্স আয়োজিত আন্তর্জাতিক নারী দিবস-২০২২ উপলক্ষে ঢাকাণ্ডগাজীপুরের মাওনায় প্লেজ হারবর ইন্টারন্যাশনাল স্কুল গ্রাউন্ডে বাস্কেটবল টুর্নামেন্টে চাঁদপুর বাস্কেটবল একাডেমির পক্ষে একাডেমির শিক্ষার্থীরা অংশগ্রহণ করে রানারআপ হয়। এমন সাফল্যে আনন্দিত একাডেমির প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষসহ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
একাডেমি সূত্রে জানা যায়, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস আয়োজিত গত ২৬-২৮ ফেব্রুয়ারি ২০২২ শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উপজেলা পর্যায়ের খেলা চাঁদপুর আউটার স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। এতে দলগত ৭টি খেলায় চ্যাম্পিয়ন এবং ব্যক্তিগত খেলায় (অ্যাথলেটিকস্) মোট ১৯টি পুরস্কার অর্জন করে একাডেমির শিক্ষার্থীরা।
চ্যাম্পিয়ন ইভেন্টেগুলো হলো : টেবিল-টেনিস একক (ছাত্র), টেবিল-টেনিস একক (ছাত্রী), টেবিল-টেনিস দ্বৈত (ছাত্র), টেবিল-টেনিস দ্বৈত (ছাত্রী), বাস্কেটবল (ছাত্র), বাস্কেটবল (ছাত্রী) ও ভলিবল (ছাত্র)।
জেলা মাধ্যমিক শিক্ষা অফিস আয়োজিত জেলা পর্যায়ের খেলা ২-৪ মার্চ চাঁদপুর আউটার স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। এতে ৭টি ইভেন্টে অংশ নিয়ে ৬টিতে চ্যাম্পিয়ন এবং ১টিতে রানারআপ হয় এবং ব্যক্তিগত ৩টি ইভেন্টে পুরস্কার অর্জন করে একাডেমির শিক্ষার্থীরা। চ্যাম্পিয়ন ইভেন্টেগুলো হলো : টেবিল-টেনিস একক (ছাত্র), টেবিল-টেনিস একক (ছাত্রী), টেবিল-টেনিস দ্বৈত (ছাত্র), টেবিল-টেনিস দ্বৈত (ছাত্রী), বাস্কেটবল (ছাত্র) ও বাস্কেটবল (ছাত্রী)। রানারআপ ইভেন্ট হলো : ভলিবল (ছাত্র)।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড কুমিল্লা আয়োজিত কুমিল্লা উপ-অঞ্চলের খেলা গত ৬-৮ মার্চ শহরের বিভিন্ন মাঠে অনুষ্ঠিত হয়। উপ-অঞ্চলে মোট ৬টি ইভেন্টে অংশগ্রহণ করে একাডেমির শিক্ষার্থীরা ৫টিতে চ্যাম্পিয়ন ও ১টিতে রানারআপ হয়। চ্যাম্পিয়ন ইভেন্টগুলো হলো : টেবিল-টেনিস একক (ছাত্র), টেবিল-টেনিস একক (ছাত্রী), টেবিল-টেনিস দ্বৈত (ছাত্র), টেবিল-টেনিস দ্বৈত (ছাত্রী) ও বাস্কেটবল (ছাত্রী)। রানার্সআপ ইভেন্ট হলো : বাস্কেটবল (ছাত্র)।
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড চট্টগ্রাম আয়োজিত সিলেট (বকুল) অঞ্চলের খেলা গত ১০-১২ মার্চ চট্টগ্রামের বিভিন্ন মাঠে অনুষ্ঠিত হয়। অঞ্চলে মোট ৫টি ইভেন্টে অংশগ্রহণ করে ৫টিতেই রানারআপ হয়। ইভেন্টগুলো হলো : টেবিল-টেনিস একক (ছাত্র), টেবিল-টেনিস একক (ছাত্রী), টেবিল-টেনিস দ্বৈত (ছাত্র), টেবিল-টেনিস দ্বৈত (ছাত্রী) ও বাস্কেটবল (ছাত্রী)।
খেলায় অংশগ্রহণ করা খেলোয়াড়রা হলো : টেবিল-টেনিস একক ইভেন্টে (ছাত্র) মোঃ সাইমুন ভূঁইয়া, (ছাত্রী) মিলি আক্তার। টেবিল-টেনিস দ্বৈত ইভেন্টে (ছাত্র) মোঃ সাইমুন ভূঁইয়া ও মোঃ শাহরিয়ার অর্ণব, (ছাত্রী) মিতু আক্তার ও নুরজাহান মিলা। বাস্কেটবল (ছাত্র) ইভেন্টে মোঃ পলক পাটওয়ারী, মোঃ ইউনুছ খান, মোঃ ফাহাদ আল সাদ, মোঃ সাইমুন ভূঁইয়া, মোঃ রাকিবুল হাসান, মোঃ তামজিদ ইসলাম, মোঃ নূরে আলম পাটোয়ারী, প্রাপ্ত মাহমুদ, মোঃ মাজহারুল ইসলাম গাজী ও ইশতিয়াক আহমেদ। বাস্কেটবল (ছাত্রী) ইভেন্টে সুমাইয়া আক্তার শারমিন, আয়েশা আক্তার নোভা, সামিয়া আক্তার বিথী, তামিম আক্তার প্রীতি, খাদিজা আক্তার অপু, ফারহানা আক্তার, ইতি আক্তার, তামান্না আক্তার, ছানিয়া আক্তার রূপা ও জায়েদা আক্তার। ভলিবল (ছাত্র) ইভেন্টে মোঃ পলক পাটওয়ারী, মোঃ ইউনুছ খান, মোঃ ফাহাদ আল সাদ, মোঃ সাইমুন ভূঁইয়া, মোঃ রাকিবুল হাসান, বাদশা ফাহাদ, শান্ত চন্দ্র দাস, মোঃ তামজিদ ইসলাম, মোঃ রাহাতুল ইসলাম, মোঃ মাজহারুল ইসলাম গাজী, ইয়াছিন ডাক্তার ও ইশতিয়াক আহমেদ।
ভলিবল (ছাত্রী) ইভেন্টে সুমাইয়া আক্তার শারমিন, আয়েশা আক্তার নোভা, খাদিজা আক্তার অপু, পিংকি আক্তার, দোলা আক্তার, সুরাইয়া আক্তার পূর্ণিমা, আছমা আক্তার, ফারহানা আক্তার, ইতি আক্তার, তামান্না আক্তার, ছানিয়া আক্তার রূপা ও পান্না আক্তার।
একাডেমির প্রতিষ্ঠাতা মোঃ মমিন উল্লাহ পাটোয়ারী (বীর প্রতীক) বলেন, ২০১৬ সালে একাডেমিটি প্রতিষ্ঠার পর থেকে শিক্ষাদানের পাশাপাশি আমরা সহ-পাঠক্রমিক কার্যক্রমকে গুরুত্ব সহকারে দেখছি। আমরা চাই শিক্ষার্থীরা আনন্দের সাথেই পড়ালেখা করুক। শিক্ষার্থীদের ক্রীড়া ও সংস্কৃতিমনস্ক করতে প্রতিষ্ঠানের শিক্ষকরা নিরলস কাজ করে যাচ্ছেন। ৫০তম জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় সাফল্যের জন্যে শিক্ষক ও শিক্ষার্থীদের অভিনন্দন জানাই। আশা করি, আমাদের শিক্ষার্থীরা জাতীয় পর্যায়েও একাডেমি তথা চাঁদপুরের জন্যে সুনাম বয়ে আনবে।
অধ্যক্ষ শাহ মোঃ জালাল উদ্দিন চৌধুরী বলেন, আমরা সবসময় খেলাধুলা ও সংস্কৃতি চর্চাকে গুরুত্ব দিয়ে আসছি। সেজন্যে শিক্ষার্থীদের জন্যে বিভিন্ন ক্রীড়া উপকরণের ব্যবস্থা করা হয়েছে। এখানে নিয়মিত ক্রীড়া প্রশিক্ষণ দেয়া হয়। শিক্ষার্থীরা আগ্রহী হয়ে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিচ্ছে এবং প্রতিষ্ঠানের জন্যে সাফল্য বয়ে আনছে। ৫০তম জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন পর্যায়ে ২৫ বার চ্যাম্পিয়ন-রানারআপ তারই অংশ। এর আগেও শিক্ষার্থীরা আমাদের জন্যে সাফল্য বয়ে এনেছে। আমাদের শিক্ষার্থীরা জেলা দলের হয়েও বিভিন্ন খেলায় অংশ নেয়। আমি শিক্ষার্থীদের অভিনন্দন জানাই।
একাডেমির শিক্ষক মোঃ আবু সালেহ বলেন, আমাদের শিক্ষার্থীরা পড়াশোনার সাথে সাথে ক্রীড়া চর্চায় আগ্রহী। পাঠগ্রহণের পাশাপাশি এ প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রীরা নিয়মিত খেলাধুলার চর্চা করছে। নিয়মিত চর্চার কারণেই আজ তারা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় প্রতিষ্ঠানের জন্যে সাফল্য বয়ে আনতে সক্ষম হয়েছে। এবারই প্রথম না, একাডেমিটি প্রতিষ্ঠার পর ২০১৮ সালে প্রথম ৪৬তম জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে কুমিল্লা উপ-অঞ্চলে রানারআপ হয়। পরের বার ২০১৯ সালে ৪৭তম জাতীয় শীতকালীন এবং ৪৮তম জতীয় গ্রীষ্মকালীল ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহন করে মোট ৮টি ট্রপি অর্জন করে। করোনার আগে ২০২০ সালে ৪৯তম জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে মোট ২২টি ট্রপি অর্জন করে একাডেমির শিক্ষার্থীরা। আর এবার ২০২২ সালে ৫০তম জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় দলগত খেলায় মোট ২৫টি ট্রপি এবং ব্যক্তিগত খেলায় ২২টি পুরস্কার অর্জন করে এবাডেমির কৃতি খেলোয়াড়রা। আমরা এ সাফল্যে আনন্দিত ও গর্বিত।
শিক্ষক খান এমএ জাহিদ বলেন, অনেক সময় দেখা যায় খেলাধুলায় কেবল ছাত্ররাই আগ্রহী। কিন্তু আমাদের প্রতিষ্ঠানে তেমনটি নেই। ছাত্র-ছাত্রী সবাই সমানতালে খেলাধুলায় অংশগ্রহণ করে, অনেক ক্ষেত্রে এ প্রতিষ্ঠানের ছাত্রীরাই ক্রীড়া চর্চায় বেশি এগিয়ে।