প্রকাশ : ০৭ এপ্রিল ২০২২, ০০:০০
আমি আগ্নেয়গিরি, আমি যুগান্তর
আমি ভাষার গর্ভে ওঠা তলোয়ার।
আমি ঘূর্ণিপাক, আমি ধ্রুবভারী
আমি সন্তানহারা ফেব্রুয়ারি।
আমি একুশ, আমি আন্দোলন
আমি ভাষা শহীদদের স্মৃতিচারণ।
আমি বেপরোয়া, আমি প্রতিবাদী
আমি বয়ে চলা খরস্রোতা নদী।
আমি অমর, আমি অক্ষয়
আমি ভাষাচোরদের মহাভয়।
আমি অসীম, আমি অনন্ত
আমি সেই রক্তাক্ত বসন্ত।
আমি নিপীড়িত, আমি ভাষার বেদনা
আমি পাকিস্তান পতনের সূচনা।
আমি অশ্রু, আমি শিথিল-নিখিল-অখিল!
আমি প্রভাতফেরির মিছিল।
আমি বাঙালির অহংকার।
হ্যাঁ, আমি সেই!
আমি বাংলার গর্জে ওঠা...
’৫২-র হুংকার।