শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৬

বিজয়

মাহমুদ হাসান সজীব
বিজয়

মাহমুদ হাসান সজীব বিজয়

এলো বিজয়ের সকাল, রাঙা আনল আকাশ,

দিগন্তজুড়ে বাজে আজ স্বাধীনতার প্রকাশ। রক্তমাখা ডিসেম্বর, কত স্বপ্ন ঝরেছে, লক্ষ প্রাণের বিনিময়ে লাল-সবুজ গড়ে উঠেছে। মায়ের কান্না, বোনের আহাজারি, হয়ে গেছে সংগ্রামের অনল-জ্বলা ভারি। তিন রঙা নয়, দুই রঙে লেখা ইতিহাস, সবুজের বুকে লাল সূর্যÑঅধিকার আর বিশ্বাস। মুক্তির চেতনা আজো দীপ্ত আগুন, বাংলার মনে জাগায় নতুন দিনের। বিজয়ের পতাকা উড়ুক অহংকার ভরে, এই দেশই আমাদের, চিরদিন ভালোবেসে যাই রে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়