প্রকাশ : ১০ নভেম্বর ২০২৫, ০৯:০২
মনচোরা
মহসিন আলম মুহিন
মনচোরা মহসিন আলম মুহিন
কী করে বলি, কেমনে পথ চলি? যায় না চলা, খুঁজি কানা গলি।।
আমি কি আছি, মরি না বাঁচি! কোথা সুখ পাখি, কোথা নাচানাচি।।
ঝড় তোলে মনে, বলে কানে কানে, তুমি শুধু প্রাণে, আর কিছু না মানে।।
সুর উঠে না গানে, অশ্রু নয়ন কোণে, মনচোরায় টানে, জীবন থামে মাঝখানে।।
মহসিন আলম মুহিন : চৌহালী, সিরাজগঞ্জ।







