সোমবার, ১৮ আগস্ট, ২০২৫  |   ৩৪ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৮ আগস্ট ২০২৫, ০৯:০০

বাংলা ছোট গল্পে প্রবীণ জীবন

হাসান আলী
বাংলা ছোট গল্পে প্রবীণ জীবন

বাংলা ছোট গল্পে প্রবীণ চরিত্ররা অনেকে পরিবারের কাছে অবহেলিত ও একাকী। সন্তানরা নিজস্ব জীবন নিয়ে ব্যস্ত, ফলে মা বাবা, দাদা দাদী থেকে যায় অবহেলিত। অনেক প্রবীণ চরিত্র অতীতে ডুবে থাকেন। বর্তমানের পরিবর্তিত সমাজ ব্যবস্থার তারা খাপ খাওয়াতে পারেন না। অতীতের সুখ স্মৃতি তাদের আশ্রয় হয়। কিছু গল্পে দেখা যায় প্রবীণরা পরিবারের বোঝা হিসেবে গণ্য হন। অবসরে কর্মক্ষমতার অভাব কিংবা শারীরিক দুর্বলতা তাদের মূল্যহীন করে তোলে।

নিচে কয়েকটি ছোট গল্প নিয়ে সংক্ষিপ্ত আলোচনা পাঠকের জন্যে রাখলাম--

১. ঠাকুর দা-রবীন্দ্রনাথ ঠাকুর।

এক প্রবীণ ঠাকুর দা গল্প বলতে চান, কিন্তু কেউ তার গল্প আগ্রহ নিয়ে শোনে না। ঠাকুর দার গল্প শোনানোর আকাঙ্ক্ষা এবং পরিবারের পরিবর্তনশীল মূল্যবোধের প্রতিফলন তুলে ধরা হয়েছে।

২.অচলায়তন-রবীন্দ্রনাথ ঠাকুর।

প্রথাগত চিন্তা ও প্রবীণ গুরুর সঙ্গে নতুন প্রজন্মের দ্বন্দ্ব। প্রবীণদের অনমনীয়তা ও পরিবর্তনের বিপক্ষে অবস্থান তুলে ধরা হয়েছে।

৩. জীবন ঘষে আগুন-হাসান আজিজুল হক।

এক বৃদ্ধ স্মৃতি ও বাস্তবতার মাঝে পিষে যাচ্ছেন। প্রবীণের নিঃসঙ্গতা, স্মৃতি মেদুরতা এবং মানুষের কঠিন বাস্তবতার মুখোমুখি অবস্থান।

৪. অতিথি-মানিক বন্দ্যোপাধ্যায়।

একজন প্রবীণ মানুষের নিঃস্বার্থ ভালোবাসা ও নিরুত্তাপ প্রত্যাখানের গল্প।

৫. বৃদ্ধ মেয়ে-সৈয়দ শামসুল হক।

শারীরিকভাবে প্রবীণ হলেও মানসিকভাবে চির কিশোরী এক নারীর একাকীত্ব, আকাঙ্ক্ষা ও সময়ের চোখে অপ্রয়োজনীয় হয়ে ওঠার গল্প।

৬. বুড়ো আংলা-সেলিনা হোসেন।

বার্ধক্যে কর্মহীন হওয়া এক বৃদ্ধ কৃষকের জীবন চিত্র। প্রবীণের শ্রমকে সমাজে মূল্য না দেওয়া এবং অবহেলার দৃষ্টিভঙ্গী তুলে ধরা হয়েছে।

৭. একজন বৃদ্ধ-আনিসুল হক।

এক বৃদ্ধের নিঃসঙ্গ জীবনের দিনলিপি। সন্তানদের অবহেলা এবং নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার সংগ্রাম দেখানো হয়েছে।

৮. বৃদ্ধাশ্রম-মুনতাসীর মামুন।

গল্পে প্রবীণদের স্থান হিসেবে বৃদ্ধাশ্রমের বাস্তবতা এবং তাতে বসবাসরত বৃদ্ধদের অনুভব তুলে ধরা হয়েছে।

৯. অবসর-সৈয়দ ওয়ালী উল্লাহ।

অবসরপ্রাপ্ত এক বৃদ্ধের জীবনের অর্থহীনতা, আত্মপরিচয়ের সংকট এবং সামাজিক পরিপ্রেক্ষিত।

১০. কবি কালাচাঁদ-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়।

এক প্রবীণ কবির অপমান, নিঃস্বতা ও সম্মানহানির কাহিনি। কবি জীবনের শেষ প্রান্তে এসে ভালোবাসার তৃষ্ণায় কাতর।

১১. একজন মা ও একটি জানালা-আনোয়ার পাশা।

একজন বৃদ্ধা মা জানালায় বসে থাকে সন্তান আর ভালোবাসার অপেক্ষায়।

১২. জোছনার ফসল-শওকত ওসমান।

এক প্রবীণ জীবনের সব হারিয়ে শেষ বয়সে স্মৃতি আর হতাশা নিয়ে বেঁচে থাকার গল্প।

১৩. বৃদ্ধ লোকটি ও একটি নৌকা-সাদাত হোসেইন।

নৌকা ও নদীর সাথে এক প্রবীণ মাঝির জীবনের দীর্ঘ বন্ধন এবং তার স্মৃতিভরা জীবন কথা।

১৪. ডাক্তার সাহেব-মোহিত কামাল।

বার্ধক্যে এক নিঃসঙ্গ বৃদ্ধের স্বাস্থ্য ও সম্পর্কের সংকট এবং চিকিৎসকের সঙ্গে আবেগঘন রূপ।

১৫. ফেরার পথ নেই-জাহানারা ইমাম।

এক মা বুঝতে পারেন সন্তানের কাছে ফিরে যাবার আর কোনো পথ নেই। নিঃসঙ্গতা ও স্মৃতি, পারিবারিক অবহেলা, সম্মানহানির বেদনা, আত্মমর্যাদার সংকট, প্রতিবাদ ও স্বপ্ন ভঙ্গ গল্পের বিষয়বস্তু।

১৬. নির্জন স্বাক্ষর-হাসান আজিজুল হক।

এক প্রবীণ ব্যক্তির জীবনে সন্তানের অবহেলা এবং আত্মবিশ্বাসের অবনতি।

১৭. বৃদ্ধের মুখ-মানিক বন্দ্যোপাধ্যায়।

গল্পে এক বৃদ্ধের গর্ব, আত্মমর্যাদা এবং জীবনের প্রতি ক্ষোভ দেখানো হয়েছে।

১৮.তৃষ্ণার্ত-আখতারুজ্জামান ইলিয়াস।

বার্ধক্যে মানবিক চাহিদা এবং সম্পর্কের শূন্যতা অত্যন্ত সংবেদনশীলভাবে গল্পে উঠেছে।

আরও অনেক লেখক হয়তো প্রবীণ জীবনকে নানাভাবে তুলে ধরে গল্প লিখেছেন। আমার সময়ের অভাবে তাদের লেখাগুলো পড়ার সুযোগ পাইনি। আমাদের প্রবীণদের পক্ষে এসব গল্প খুঁজে বের করে পড়তে পারা কঠিন বলে মনে হয়েছে। প্রবীণদের জন্যে আলাদা করে সাহিত্য রচনা করতে হবে, যেমনটা আমরা শিশুদের জন্যে করি।

ওপরের গল্পগুলোতে প্রবীণদের মানসিক জগৎ, সমাজে অবস্থান, পারিবারিক সম্পর্ক এবং আত্মপরিচয়ের দ্বন্দ্ব দারুণভাবে ফুটে উঠেছে।

প্রবীণরা অনেক সময় মমতাময়ী, দয়ালু চরিত্র হিসেবে উপস্থাপিত হন। যারা পরিবারের জন্যে আত্মত্যাগ করেন কিন্তু স্বীকৃতি পান না।

কিছু আধুনিক গল্পে প্রবীণ চরিত্ররা আত্মমর্যাদাশীল ও সচেতন। তারা পরিবার বা সমাজের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেন, নীরব থাকেন না।

প্রবীণরা শৌর্য বীর্যে, জ্ঞান গরিমায়, চিন্তা ভাবনায়, বুদ্ধি বিবেচনায়, দক্ষতা ও অভিজ্ঞতায় প্রথম সারিতে রয়েছেন। সেগুলো গল্পকাররা তুলে ধরতে চান নি কেন সেটা অবশ্যই চিন্তার বিষয়।

প্রবীণের দুঃখ-কষ্ট, ব্যথা বেদনা, অপমান অসম্মান তুলে ধরা গল্পকারের মূল কাজ হতে পারে না। প্রবীণদের শক্তিশালী দিকগুলো তুলে ধরলে সমাজে প্রবীণদের সম্মানের আসনে বসানো সম্ভব হবে। প্রবীণকে দুর্বলভাবে তুলে ধরে সম্মান আশা করা বৃথা। মানুষ দুর্বলকে করুণা ও দয়া করে। প্রবীণরা কারো দয়া ও করুণার পাত্র হতে পারে না।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়