শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫  |   ৩০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২০ জানুয়ারি ২০২২, ১৯:৫৪

হাজীগঞ্জ আমিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের কমিটি গঠন

কামরুজ্জামান টুটুল
হাজীগঞ্জ আমিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের কমিটি গঠন

হাজীগঞ্জ পৌরসভাধীন আমিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের কমিটি গঠন করা হয়েছে। গত বুধবার বিদ্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এই কমিটি উক্ত কমিটি গঠন করা হয়। কমিটির সভাপতি হলেন, হাজীগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র-১ ও পৌর ৪নং ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ জাহিদুল আজহার আলম বেপারী, সদস্য সচিব ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক দাস।

অভিভাবক সদস্য হলেন মো. আলী হোসেন মিয়া (চতুর্থবার নির্বাচিত) মো. তাজুল ইসলাম (দ্বিতীয়বার নির্বাচিত), মোহাম্মদ ওমর ফারুক, মো. মনিরুজ্জামান মিয়াজী, সংরক্ষিত নারী অভিভাবক সদস্য জাহানারা বেগম, শিক্ষক প্রতিনিধি মো. কামাল হোসেন, মো. রেদওয়ান হোসেন, নারী শিক্ষক প্রতিনিধি শাহিন সুলতানা চৌধুরী।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, আগামি ২২ জানুয়ারী বিদ্যালয় পরিচালনা পর্ষদের অভিভাবক সদস্য ও শিক্ষক প্রতিনিধি পদে নির্বাচত অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু অভিভাবক সদস্য ও শিক্ষক প্রতিনিধি পদে উল্লেখিত সদস্য ও শিক্ষক ছাড়া কেউ মনোনয়নপত্র ক্রয় না করায় এবং তাদের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে বৈধ বলে গণ্য হওয়ায় সবাইকে বিনা প্রতিদ্ব›দ্ধীতায় নির্বাচিত ঘোষণা করেন রিটার্নিং অফিসার।

পরবর্তীতে পৗরসভার প্যানেল মেয়র-১ মোহাম্মদ জাহিদুল আজহার আলম বেপারীকে সভাপতি নির্বাচিত করে পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠন করে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় কুমিল্লা শিক্ষাবোর্ডে প্রেরণ করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়