শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২১, ১২:২০

নারায়ণপুর ডিগ্রি কলেজে শহিদ বুদ্ধিজীবী দিবস পালন

নারায়ণপুর ডিগ্রি কলেজে শহিদ বুদ্ধিজীবী দিবস পালন
মুহাম্মদ আরিফ বিল্লাহ

জাতীয় কর্মসুচির সাথে সংগতি রেখে মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর ডিগ্রি কলেজের আয়োজনে শহিদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে।

দিবসের কর্মসুচির মধ্যে ছিল সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা ও কালো পতাকা উত্তোলন, শহিদ বুদ্ধিজীবীদের স্মরণে কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের স্ব-রচিত গল্প কবিতা নিয়ে সাজানো দেয়াল পত্রিকা 'শেখ রাসেল দেয়ালিকার' মাধ্যমে উদ্বোধন করা হয়, আলোচনা সভা, দোয়া ও মোনাজাত।

কলেজের উপাধ্যক্ষ মো মোসলেহ উদ্দিন এর সভাপতিত্বে এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক মুক্তার আহাম্মদের পরিচালনায় বক্তব্য রাখেন দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস, হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক মো কাউছার মিয়া, যুক্তিবিদ্যা বিভাগের সহকারি অধ্যাপক ড. আফম সাইফুর রহমান ভূঁইয়া, গভর্নিং বডির বিদ্যোৎসাহী সদস্য মো. শাহীদ খালেদ শামসু প্রধান ।

১৪ ডিসেম্বর সকাল ১০ টায় কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত করেন, দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী নুসরাত জাহান বিজলী, গীতা পাঠ করেন সেতু বণিক। শহিদ বুদ্ধিজীবীদের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কলেজের বাংলা বিভাগের প্রভাষক মো হাবীব উল্লাহ ভূঁইয়া। এ সময় কলেজের শিক্ষক, কর্মচারি, শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়