রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২১, ১৪:৪১

হাইমচর মডেল স্কুলের পরীক্ষার্থীদের বিদায় ও অবিভাবক সমাবেশ

হাইমচর মডেল স্কুলের পরীক্ষার্থীদের বিদায় ও অবিভাবক সমাবেশ
শরীফুল ইসলাম

চাঁদপুর জেলার হাইমচর উপজেলাধীন হাইমচর নতুন বাজারস্থ হাইমচর মডেল স্কুলের প্রাথমিক সমাপনী-২০২১ সহ অবিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।প্রতিষ্ঠানের সভাপতি মাস্টার মোঃমুকবুল হোসেন গাজীর সভাপতিত্বে মাওলানা মোঃ হাফিজুর রহমান এর পরিচালনায় উক্ত অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন হাইমচর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এ কে এম মিজানুর রহমান, বিশেষ অতিথি মোঃজুলফিকার আলী, উপজেলা সহকারী শিক্ষা অফিসার, আরো উপস্থিত ছিলেন মোঃ তাজুল ইসলাম, সভাপতি বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন, হাইমচর উপজেলা শাখা।তাছাড়াও আরো উপস্থিত ছিলেন চরভৈরবী গ্রামীণ ব্যাংকের ম্যানেজার মোস্তাফিজুর রহমান,কাউছার বেপারী(৩ নং আলগী দুর্গাপুর (দঃ) ইউপি সদস্য)সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও অবিভাবক বৃন্দ।

গত ১১ ডিসেম্বর সকাল ১০ টায় পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানের উদ্ভোধনী বক্তব্য রাখেন উক্ত প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মাওলানা মোঃ হাফিজুর রহমান। তিনি বলেন, ২০১৪ ইং সাল থেকে এই পর্যন্ত হাইমচর মডেল স্কুল দক্ষ শিক্ষকদের পরিচালনায় সুনামের সহিত পরিচালিত হয়ে আসছে।দীর্ঘদিন যাবত করোনা প্রাদুর্ভাব থাকার কারনে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিলো।বর্তমানে সকল শিক্ষা প্রতিষ্ঠান খোলার পর থেকে পুনরায় জীবন পায় শিক্ষা প্রতিষ্ঠান গুলো।আমরা সর্বদাই চেষ্টা করছি আমাদের এই হাইমচর মডেল স্কুলটিকে হাইমচর উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে তৈরী করার।

অনুষ্ঠানের বিশেষ অতিথি মোঃজুলফিকার আলী তার বক্তব্যে বলেন,আমি হাইমচর মডেল স্কুলের প্রাথমিক শিক্ষা সমাপনী ও অবিভাবক সমাবেশের এই অনুষ্ঠান দেখে মুগ্ধ। আমার কাছে মনে হচ্ছে, আমাদের দেশের ভবিষ্যৎ প্রজন্মকে এগিয়ে নিয়ে যেতে হলে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও অবিভাবকদের মধ্যকার সম্পর্ক মজবুত হতে হবে।প্রত্যেক অবিভাবক সব সময় বাচ্চাদের স্কুলের লেখাপড়া সম্পর্কিত খুজ খবর নিতে হবে। তিনি প্রাথমিক সমাপনী পরীক্ষার্থীদের উদ্দেশ্যে

বলেন,জীবনে বড় হতে হলে জানার ইচ্ছে থাকতে হবে। আর জানার জন্য ভালোভাবে লেখাপড়ার প্রতি মনোযোগ থাকতে হবে।তোমরা দেশের ভবিষ্যৎ কর্নধার।অতএব তোমাদেরকে এখন থেকে কঠোর পরিশ্রম করতে হবে।তিনি সকলের প্রতি দোয়া ও সকলের উজ্জ্বল ভবিষ্যৎ কামানা করে বক্তব্য শেষ করেন।

অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে অনুষ্ঠানের সভাপতি,মাস্টার মোঃমুকবুল হোসেন গাজী বলেন,আমরা প্রতি বছরের ন্যায় এ বছরেও আমাদের হাইমচর মডেল স্কুলের প্রাথমিক সমাপনী পরীক্ষার্থীদের সর্বোচ্চ সাফল্য কামনা করছি। আপনাদের কাছে আমাদের সমাপনী পরীক্ষার্থীদের জন্য দোয়া কামনা করছি।আপনাদের দোয়া ও উৎসাহে আমাদের সফলতা একধাপ এগিয়ে যাবে ইনশাআল্লাহ। পরিশেষে, তিনি উক্ত অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়