শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ০৬ নভেম্বর ২০২১, ২১:০৮

অপহৃত স্কুল শিক্ষার্থী ১২দিন পর উদ্ধার : অভিযুক্ত আটক

ফরিদগঞ্জ ব্যুরো
অপহৃত স্কুল শিক্ষার্থী ১২দিন পর উদ্ধার : অভিযুক্ত আটক

ফরিদগঞ্জে ৯ম শ্রেণির এক স্কুল শিক্ষার্থীকে অপহরণের ১২দিন পর উদ্ধার করেছে পুলিশ। এ সময় অভিযুক্ত অপহরণকারী রিন্টু প্রামানিককেও আটক করেছে। পুলিশের একটি বিশেষ টিম অভিযান করে গত শুক্রবার (৫ নভেম্বর) রাতে নারায়নগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন ভোলাইল এলাকা থেকে উদ্ধার ও আটক ঘটনা ঘটে।

এ ব্যাপারে শনিবার দুপুরে ঐ শিক্ষার্থীর মা বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় তার মেয়েকে জোরপুর্বক অপহরণ করে আটকে রেখে জোরপুর্বক ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেছেন। পরে পুলিশ অভিযুক্ত অপহরণকারী রিন্টু প্রামানিককে আটক দেখিয়ে চাঁদপুর আদালতে ও ঐ শিক্ষার্থীকে ডাক্তারী পরিক্ষার জন্য চাঁদপুর সদর জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে।

জানা গেছে, ফরিদগঞ্জ পৌর সদরের একটি শিক্ষা প্রতিষ্ঠানের ৯ম শ্রেনির ঐ শিক্ষার্থীর সাথে মুঠোফোনে রং নাম্বারের সূত্র ধরে অভিযুক্ত অপহরণকারী রিন্টু প্রামানিকের পরিচয় হয়। এরই সূত্র ধরে রিন্টু প্রামানিক ঐ শিক্ষার্থীকে বিয়ের প্রলোভন দেয়। ঐ প্রস্তাবে রাজী না হওয়ায় গত ২৫ অক্টোবর সকালে প্রতিদিনের ন্যায় ঐ শিক্ষার্থী তার শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হলে পুর্ব থেকে ওঁৎ পেতে থাকা অভিযুক্ত অপহরণকারী রিন্টু প্রামানিক জোরপুর্বক ঐ শিক্ষার্থীকে একটি সিএনজি স্ক্রুটার যোগে অপহরণ করে নিয়ে যায়।

এরপর ফরিদগঞ্জ থানা পুলিশ গত শুকত্রবার (৫ নভেম্বর) রাতে র‌্যাব-১১ এর সহযোগিতায় নারায়নগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন ভোলাইল এলাকার মোল্লা টাওয়ার সংলগ্ন জনৈক সাইফুল ইসলাম হুজুরের বাড়ী থেকে ঐ শিক্ষার্থীকে উদ্ধার ও অপহরণকারী রিন্টু প্রামানিককে আটক করে ফরিদগঞ্জ থানায় নিয়ে আসে। পরে এব্যাপারে শনিবার দুপুরে ঐ শিক্ষার্থীর মা বাদী হয়ে রিন্টু প্রামানিককে প্রধান আসামী ও তার পিতা-মাতাসহ ৪জনের বিরুদ্ধে ফরিদগঞ্জ থানায় তার মেয়েকে জোরপুর্বক অপহরণ করে আটকে রেখে জোরপুর্বক ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেছেন।

পুলিশ অভিযুক্ত অপহরণকারী রিন্টু প্রামানিককে আটক দেখেয়ে শনিবার (৬ নভেম্বর) দুপুরে চাঁদপুর আদালতে ও ঐ শিক্ষার্থীকে ডাক্তারী পরিক্ষার জন্য চাঁদপুর সদর জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে। ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন ঐ শিক্ষার্থীকে উদ্ধার, মামলা দায়ের ও অভিযুক্তকে আটকের চাঁদপুর আদারতে প্রেরণ করার বিষয়টি নিশ্চিত করেছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়