মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ০১ মে ২০২২, ১৩:৩৪

জুমার খুৎবায় সুদ নি‌য়ে বয়ান : ইমাম‌কে মে‌রে রক্তাক্ত

অনলাইন ডেস্ক
জুমার খুৎবায় সুদ নি‌য়ে বয়ান : ইমাম‌কে মে‌রে রক্তাক্ত

মতলব দ‌ক্ষিণ উপ‌জেলার উত্তর দিঘলদী মরহুম শাহজাহান প্রধানিয়ার বাড়ির সামনে অবস্থিত মসজিদের ইমাম শুক্রবার ২৯ এ‌প্রিল জুমার খুৎবার বয়া‌নে সুদ নি‌য়ে আ‌লোচনা ক‌রেন। এ‌তে ক্ষুদ্ধ হ‌য়ে ইমাম‌কে মে‌রে মাথা ফা‌টি‌য়ে দি‌য়ে‌ছে সুদের কারবা‌রী করিম গাজী, তার ছেলে শাহজাহান এবং তার আরেক পুত্র।

এলাকাবাসী আহত ইমাম‌কে উদ্ধার ক‌রে মতলব সরকারি হাসপাতালে এ‌নে চি‌কিৎসা দেন। বর্তমা‌নে উক্ত ইমাম হাসপাতালে ভর্তি আছে। সুদ কারবারীদের হামলায় ইমা‌মের মাথা ফেটে প্রচুর রক্তক্ষরণ হ‌য়ে‌ছে।

এ বিষ‌য়ে মতলব দ‌ক্ষিণ থানায় অভিযোগ করা হয়েছে। পু‌লিশ এলাকাবাসী‌কে শান্ত থাকতে ব‌লে‌ছে। এলাকার লোকজন যেন অ‌তি উৎসা‌হিত হ‌য়ে কিছু না ক‌রেন। এ বিষ‌য়ে সতর্ক থাকার অনু‌রোধ জা‌নি‌য়ে‌ছে। পুলিশ আসামী‌দের ধর‌তে অ‌ভিযান চালা‌চ্ছে।

অ‌ভিযুক্তরা বা‌ড়িতে তালা মেরে সবাই পা‌লি‌য়ে গে‌ছে। এলাকাবাসী দোষী‌দের গ্রেফতার ও বিচার দাবী ক‌রে‌ছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়