প্রকাশ : ২১ মার্চ ২০২২, ১৯:৩০
ফলোআপ :
সিনিয়র জুনিয়র নিয়ে ছাত্রদের মারামারি : ১ জন ছাত্রকে ঢাকায় প্রেরণ
চাঁদপুর প্রেসক্লাবের পেছনে ডাকাতিয়া নদীর পাড় সিনিয়র জুনিয়র নিয়ে ছাত্রদের মধ্যে মারামারির ঘটনায় একজন গুরুতর আহত হয়েছে। তাকে আশঙ্কাজনক অবস্থায় চাঁদপুর সরকারি হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা রেফার করা হয়।
|আরো খবর
রোববার দুপুরে আল-আমিন স্কুল এন্ড কলেজ ছাত্রদের দুই গ্রুপের মধ্য ধাওয়া-পাল্টা ধাওয়া ও হামলার ঘটনা ঘটে। আহত ছাত্রের নাম সাইয়েদুল মোরসালিন (১৭)। তাকে প্রতিপক্ষরা কুপিয়ে জখম করে।সে আলআমিন স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। পরে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
আলআমিন স্কুলের ছাত্ররা জানান, সিনিয়র জুনিয়র নিয়ে এই হামলার ঘটনাটি ঘটেছে। এসএসসি পরীক্ষার্থী হামিম সন্ত্রাসীর ভূমিকা নিয়ে দেশীয় অস্ত্র এনে তার সহযোগী সিয়াম, ফারদিন, রাব্বি , ওয়াসিম, আলভী সহ প্রায় ৫০ জন ছাত্রকে সাথে নিয়ে এই হামলার ঘটনা ঘটিয়েছে। এর পূর্বেও কলেজছাত্র হামিমকে সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য মডেল থানা পুলিশ আটক করেছিল।
এদিকে, চাঁদপুর সদর মডেল থানা ওসি মোঃ আব্দুর রশিদ জানান, এই ঘটনায় এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এখানে উল্লেখ্য, আলামিন স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসে খেলার জন্য মাঠ না থাকায়। এ প্রতিষ্ঠানের ছাত্ররা প্রায় সময় নদীর পাড় খোলা জায়গায় দলবদ্ধ ভাবে বিচরণ করে। এ ব্যাপারে প্রতিষ্ঠান সংশ্লিষ্টদের নজর দেওয়া দরকার বলে পর্যবেক্ষক মহল মনে করছেন।