শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ১৫ মার্চ ২০২২, ১৪:৪৩

শাহরাস্তিতে দেড়শ বোতল ফেনসিডিলসহ ২ জন আটক

মোঃ মঈনুল ইসলাম কাজল
শাহরাস্তিতে দেড়শ  বোতল ফেনসিডিলসহ ২ জন আটক

শাহরাস্তিতে ১শত ৫০ বোতল ফেনসিডিলসহ ২জনকে আটক করেছে শাহরাস্তি থানা পুলিশ। ১৫ মার্চ মঙ্গলবার চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের বানিয়া চোঁ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

শাহরাস্তি মডেল থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে শাহরাস্তি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবদুল মান্নানের নেতৃত্বে উপপরিদর্শক (এস আই) মোঃ কামাল হোসেন, শেখ কামাল ও মাহদী হাসান চাঁদপুর- কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের বানিয়া চোঁ এলাকায় অবস্থান নেয়। ওই সময় কুমিল্লা থাকে আসা একটি মোটরসাইকেলের (কুমিল্লা-ল ১২-৫৫৮৭) তল্লাশি করে ২ আরোহীকে আটক করে। পুলিশ তাদের তল্লাশি করে ২ টি স্কুল ব্যাগে রক্ষিত ১ শ’ ৫০’ বোতল ফেনসিডিল জব্দ করে। গ্রেফতারকৃতরা হলো, কুমিল্লার কোতয়ালী থানার টিক্কারচর গ্রামের ইউসুফ মিয়ার পুত্র মোঃ জুবায়ের হোসেন রনি (২৬) ও একই এলাকার তাজুল ইসলামের পুত্র মোঃ রাশেদ মিয়া (২৮)।

শাহরাস্তি মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবদুল মান্নান জানান, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে শাহরাস্তি মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করেছে। গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়