শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪  |   ২৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২২, ১৯:১৪

ফরিদগঞ্জে ভাষা দিবসে ডিজে গান

ফরিদগঞ্জে ভাষা দিবসে ডিজে গান
শামীম হাসান

আজ থেকে ৭০ বছর আগে ২১শে ফেব্রুয়ারির এই দিনে ভাষার জন্য প্রাণ দিয়েছিলো বাংলার দামাল ছলেরা। পাকিস্তানি শাসকদের জারিকৃত ১৪৪ ধারা ভঙ্গ করে প্রতিবাদে ফেটে পড়া মিছিলে রক্ত ঝরানো সালাম, বরকত, রফিকদের জন্যই আব্দুল গাফ্ফার লিখেছিলেন, 'আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি/ আমি কি ভুলিতে পারি..?'

ভাষার জন্য রক্ত দেয়া শোকার্ত দিনটিতে সারাদেশে শোকের কালো বেজ ধারণ করে যথাযথ মর্যাদায় পালন করলেও ফরিদগঞ্জ উপজেলায় শহীদ দিবসে ডিজে গানের ধুম-ধাম শব্দে এলাকা মাতাতে দেখা গেছে একদল যুবককে। চলন্ত পিকাপ ভ্যানে ডিজে গানের তালে তালে অধুনিক ডান্স পরিবেশন করে এলাকা মাতিয়েছে একদল যুবক।

সোমবার ২১ শে ফ্রেব্রুয়ারি সকালে ফরিদগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারের সমুখ রাস্তা দিয়ে যেতে দেখা যায় এরকম একদল যুবকদের। বিদেশী ভাষার বিভিন্ন গানের তালে উন্মাদ হয়ে নাচতে দেখা যায় এক ঝাঁক তরুনদের। বিষয়টি দেখে বিস্ময় প্রকাশ করেন মুক্ত চিন্তার মানুষজন। নতুন প্রজন্ম কি শিখছে শহীদ দিবস সম্পর্কে? আগামী প্রজন্মের কাছে কি বার্তা রেখে যাচ্ছে এই তরুণ দল সে প্রশ্ন ছিলো অনেকেরই মনে।

ফরিদগঞ্জ শহীদ মিনারের সম্মুখে দায়িত্বরত থানা পুলিশের এক সদস্য পিকাপ ভ্যানটি থামিয়ে ভাষা দিবসে এমন গান বাজানোর কারন জানতে চাইলে যুবকরা জানায় তারা মাতৃভাষা দিবস উদযাপন করছে! ২১শে ফেব্রুয়ারি উপলক্ষে যাচ্ছে পিকনিক করতে।

'ভাষা দিবসে ভাষার গান রেখে কেন বিদেশী ভাষার গান বাজানো হচ্ছে?' -এমন প্রশ্ন করলে তারা প্রাথমিক ভাবে ক্ষমা চেয়ে এমন গান আর বাজাবেন না শর্তে তরুনরা ছাড়া পেলেও শহীদ মিনার থেকে কয়েক গজ অতিক্রম করতেই পুলিশকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে ফের বিকট শব্দে সেই বিদেশী গান বাজিয়ে বেপরোয়া নাচানাচি শুরু করে।

তরুণদের খোঁজ নিয়ে জানা যায় তারা ফরিদগঞ্জের প্রভাবশালী এক রাজনৈতিক নেতার অনুসারী। তার পৃষ্ঠপোষকতায়ই তারা শহীদ দিবসে করছে ভ্রাম্যমান ডিজে ড্যান্স।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়