শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪  |   ২৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২২, ১৮:০৪

মতলবে ১শ’ ৯৮ বোতল ফেনসিডিলসহ ৪ মাদক ব্যবসায়ী আটক

মতলবে ১শ’ ৯৮ বোতল ফেনসিডিলসহ  ৪ মাদক ব্যবসায়ী আটক
রেদওয়ান আহমেদ জাকির

মতলব পৌরসভার ৮নং ওয়ার্ডের বরদিয়া আড়ং বাজারের খেয়াঘাট থেকে ১শ’ ৯৮ বোতল ফেনসিডিলসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আজ ১ ফেব্রæয়ারি দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে আটক করা হয়েছে। মাদক ব্যবসায়ীরা হলো- জিহাদ, মিশু, শাহজালাল ও সাগর।

জানা যায়, মতলব পৌরসভার কাউন্সিলর ও প্যানেল মেয়র মামুন চৌধুরী বুলবুল তাদেরকে দেখে সন্দেহ হলে মতলব থানা পুলিশকে অবহিত করে। থানার এসআই রফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল থেকে ১শ ৯৮ বোতল ফেনসিডিলসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করে। মাদক ব্যবসায়ীরা হলো- জিহাদ, মিশু, শাহজালাল ও সাগর। তাদের বাড়ী কুমিল্লা জেলার কুমিল্লা দক্ষিণ সদরে।

সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) ইয়াছির আরাফাত জানান, স্থানীয় কাউন্সিলর সংবাদের প্রেক্ষিতে ফোর্স পাঠিয়ে তাদেরকে ফেনসিডিলসহ আটক করা হয়।

মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোঃ মহিউদ্দিন মিয়া জানান, আটক চার মাদক ব্যবসায়ীর বাড়ী কুমিল্লা সদর দক্ষিণে। তাদের বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়