শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬  |   ২৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর শহরের পাঁচ রাস্তার মোড়ে 'আল্লাহু চত্বর'
  •   চাঁদপুর কণ্ঠৈর কলামিস্ট এএসএম শফিকুর রহমানের ইন্তেকাল
  •   নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পেল সেনাবাহিনী
  •   জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে’ প্রধান উপদেষ্টার ১০০ কোটি টাকার অনুদান
  •   মেঘনায় নিখোঁজ দুই ভাইয়ের মরদেহ উদ্ধার

প্রকাশ : ২০ জুন ২০২১, ২১:৩৯

পৌরবাসীকে বিশুদ্ধ পানি পৌঁছে দেয়া আমাদের দায়িত্ব : মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীরউত্তম এমপি

কামরুজ্জামান টুটুল

পৌরবাসীকে বিশুদ্ধ পানি পৌঁছে দেয়া আমাদের উন্নয়নের অংশ একই সাথে এটা আমাদের দায়িত্ব। ডাকাতিয়া নদীর পানিকে বিশুদ্ধ করে প্রায় ৪০ হাজার পৌরবাসীর মাঝে পৌঁছে দিতে গিয়ে পৌর মেয়র আ. স. ম. মাহবুব উল আলম লিপন যে কষ্ট করেছেন, তার জন্যে মেয়র হিসেবে আমরা তাকে ধন্যবাদ জানাই। গতকাল বোরবার হাজীগঞ্জ পৌরসভায় ভূ-পৃষ্ঠস্থ সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের (পানি শোধনাগার প্রকল্প) উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহারাস্তি) নির্বাচনী এলাকার সংসদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীরউত্তম এমপি।

টেলিকনফারেন্সের মাধ্যমে বক্তব্য প্রদানকালে প্রধান অতিথি আরো বলেন, এই পানি শোধনাগারের উদ্বোধনের মধ্য দিয়ে মেয়রের প্রচেষ্টার ফসল ও সুফল জনগণ পাচ্ছে। আশা করি এখন থেকে পৌরবাসী সুপেয়, নিরাপদ, আর্সেনিক ও আয়রণমুক্ত বিশুদ্ধ পানি পাবে। এ ক্ষেত্রে পানির উৎপাদন বৃদ্ধি ও অপচয় রোধ করে গরিব ও অসহায়দের বিনামূল্যে পানি সরবরাহ দিতে হবে।

ভালো একটি দিনে পানি শোধনাগার প্রকল্পের উদ্বোধন হয়েছে উল্লেখ করে মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীরউত্তম বলেন, আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫৩ হাজারেরও বেশি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে বিনামূল্যে জমিসহ পাকাঘর উপহার দিয়েছেন। আজ হাজীগঞ্জেও সুপেয় পানির উৎস হিসেবে পানি শোধনাগারের উদ্বোধন করা হয়েছে। যা স্মরণীয় হয়ে থাকবে।

জনস্বাস্থের প্রকৌশলীদের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, পানি প্রয়োজনীয় অমূল্য সম্পদ। যেহেতু চাঁদপুরে পানিতে আর্সেনিক ও আয়রনের পরিমান তুলনামূলকভাবে বেশি। আবার চাঁদপুরের চেয়ে হাজীগঞ্জের পরিমাণ আরো বেশি। তাই নিয়মিত পানির বিশুদ্ধতা ও আর্সেনিক পরিক্ষা করতে হবে।

পৌর মেয়র আ স ম মাববুব উল আলম লিপন তাঁর সভাপ্রধানের বক্তব্যে বলেন, প্লান্ট স্থাপনের পাশাপাশি এই প্রকল্পের আওতায় নতুন করে প্রায় ৩১ কিলোমিটার পাইপলাইন স্থাপন করা হয়েছে। এর মধ্যে পৌরসভার ১০, ১১ ও ১২নং ওয়ার্ডে ১ কিলোমিটার পাইপ লাইন স্থাপন করা হয়। সেখানে একটি পাম্প বসানোর মাধ্যমে পানি সাপ্লাইয়ের ব্যবস্থা করা হবে। ইতিমধ্যে উক্ত তিনটি ওয়ার্ডে সাপ্লাই পানির জন্য ২১টি গভীর আর্সেনিকমুক্ত নলকূপ স্থাপন করা হয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুরের জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আবু মুসা মোহাম্মদ ফয়সাল। ট্রিটমেন্ট প্লান্টের বিভিন্ন বিষয় তুলে ধরেন পৌর প্রকৌশলী মাহবুব আলম। দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাজীগঞ্জ কেন্দ্রীয় বাস টার্মিনাল জামে মসজিদের ইমাম হাফেজ মোঃ ফয়সাল হোসাইন।

পৌর সচিব মুহাম্মদ নূর আজম বিন শরীফের সঞ্চালনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশিদ, উক্ত প্রকল্পের ঠিকাদার ওমর পাটোয়ারী, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হাদী মিয়া, মানিক হোসেন প্রধানীয়া, আলহাজ্ব কবির হোসেন মিয়াজী, রফিকুল ইসলাম, গিয়াস উদ্দিন বাচ্চু, জেলা আওয়ামী লীগের সদস্য খালেদুর রব মিঠু, উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি রোটাঃ রুহিদাস বণিক, সাধারণ সম্পাদক সমির লাল দত্ত, রাধা কান্ত দাস রাজু, সত্যব্রত ভদ্র মিঠুন উপস্থিত ছিলেন।

এছাড়াও উপস্থিত ছিলেন হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব আসফাকুল আলম চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সভাপতি এবায়েদুর রহমান খোকন বলি, সাধারণ সম্পাদক আবু ইউছুফ গাজী মোহন, পৌরসভার বর্তমান ও সাবেক কাউন্সিলরবৃন্দ, পৌর কর্মকর্তা-কর্মচারী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ উপজেলা ও পৌর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতা-কর্মীবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়