বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪  |   ৩২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ১১ জুলাই ২০২১, ২১:৪৫

বিধিনিষেধের ১১তম দিন : ভ্রাম্যমাণ আদালতে ৯৪ জনকে ৯২ হাজার ৫'শ টাকা জরিমানা

এম. রহমান
বিধিনিষেধের ১১তম দিন : ভ্রাম্যমাণ আদালতে ৯৪ জনকে ৯২ হাজার ৫'শ টাকা জরিমানা

করোনা সংক্রমণ রোধে চলমান কঠোর বিধিনিষেধের ১১তম দিনে চাঁদপুরে জেলা প্রশাসনের ১০টি মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। এ সময় বিনা প্রয়োজনে ও মাস্ক ছাড়া ঘরের বাইরে বের হওয়ায় ৯৪ জনকে ৯২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। রবিবার সন্ধ্যায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অসীম চন্দ্র বণিক তার হোয়াটসঅ্যাপ বার্তায় এ তথ্য জানান।

সরোজমিনে দেখা যায়, এদিন সকাল ৯টা থেকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রিক্তা খাতুন বিজিবি সদস্যদের নিয়ে পালবাজার ব্রিজের গোড়া থেকে পুরান বাজার লোহারপুল, পলাশের মোড় ও বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত করোনারোধকল্পে সচেতনতা ও সর্তকতার পাশাপাশি অর্থদন্ড প্রদান করেছেন।

এদিকে,জেলা পুলিশ সুপারের পক্ষ থেকে বলা হয়েছে, ১১ জুলাই চাঁদপুর জেলার প্রবেশদ্বার’সহ সকল গুরুত্বপূর্ণ স্থানে জনসমাগম ও আইন বহির্ভূত যান চলাচল নিয়ন্ত্রণে জেলার সকল থানা ও ট্রাফিক বিভাগ পুলিশ সদস্যগণ সকাল থেকেই লকডাউন বাস্তবায়নে সক্রিয় ভূমিকা পালন করছে।

দেশে করোনা মহামারির প্রকোপ মারাত্মক আকার ধারণ করায় সারাদেশের ন্যায় গত ১ জুলাই থেকে চলছে কঠোর বিধিনিষেধ। শুরু থেকে জনসাধারণকে বিধিনিষেধ মানাতে মাঠে তৎপর রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে ১৪ দিনের এই বিধিনিষেধে দিন যত যাচ্ছে রাস্তায় গাড়ি ও জনসাধারণের উপস্থিতি তত বাড়ছে। বের না হয়ে উপায় নেই। প্রয়োজনে রাস্তায় বের হতে বাধ্য হচ্ছে মানুষ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়