শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২২, ২০:১৫

ফরিদগঞ্জে প্রজ্জ্বলন'র দিনব্যাপি বর্ষপূর্তি উদযাপন

ফরিদগঞ্জে  প্রজ্জ্বলন'র দিনব্যাপি বর্ষপূর্তি উদযাপন
শামীম হাসান

চাঁদপুরের ফরিদগঞ্জে দিনব্যাপি উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সুবিধাবঞ্চিত শিশু শিক্ষা ও সামাজিক সংগঠন ‘প্রজ্জ্বলন’ এর ১ম বর্ষ উদযাপন হয়েছে। ১৫ জানুয়ারী শনিবার ফরিদগঞ্জ প্রেসক্লাব চত্বরে ওনূআ স্মৃতি সংসদের মিলনায়তনে ৩টি সেশনে প্রজ্জ্বলন-এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়।

প্রজ্জ্বলনের প্রতিষ্ঠাতা খাদিজা তাসনিম’র সভাপতিত্বে ও সদস্য সচিব শামীম হাসানের উপস্থাপনায় অনুষ্ঠানের ১ম সেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান।

২য় সেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন মাহমুদ হাসান এবং সর্বশেষ ৩য় সেশনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলার কেন্দ্রীয় সমবায় সমিতি (বিআরডিবি)'র চেয়ারম্যান আব্দুস সালাম আজাদ জুয়েল।

১ম সেশনে আলোচনা সভা ও কেক কাটা, ২য় সেশনে করোনার ভয়াবহ পরিস্থিতিতে ঘর মুখো মানুষের সেবায় নিয়োজিত বাজার বাড়ি'র ২১ সদস্যকে সংবর্ধনা এবং ৩য় সেশনে করোনার ভয়াবহ পরিস্থিতিতে ফ্রি অক্সিজেন সেবা প্রদানকারী বিভিন্ন স্বেচ্ছাসবী সংগঠনকে সম্মাননা প্রদান, শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, আলোচনা সভা ও কেক কাটার মধ্যদিয়ে প্রজ্জ্বলন এর ১ম বর্ষ উদযাপন হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক নাছির পাঠান, আলোকিত ফরিদগঞ্জ’র সম্পাদক ও প্রকাশক নুরুন্নবী নোমান, দৈনিক প্রিয় চাঁদপুরের সম্পাদক ও প্রকাশক বোরহান উদ্দিন ডালিম, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, কমিশনার জাকির হোসেন গাজী, উপজেলা মহিলা আওয়ামীলীগের সি.সহ সভাপতি হালিমা বেগম, সেভ দ্যা ফিউচার ফাউন্ডেশনের ফরিদগঞ্জ উপজেলা শাখার সভাপতি মো. শিমুল হাছান, সাধারণ সম্পাদক এস.এম ইকবাল, উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহবুব আলম সোহাগ, ক্রীড়া সংগঠক জিয়ার রহমান জিয়া প্রমুখ।

এছাড়াও অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন,প্রজ্জ্বলনের শিক্ষক প্রতিনিধি তৌহিদুর রহমান রনি, জাহিদুল ইসলাম রাসেল, সাকিব আহাম্মেদ,মেঘলা রহমান, তাহসিন মিলন, লাভলী আক্তার, জিয়াউর রহমান জিয়া, পারভেজ মোশারফ,মাহবুব ও অন্যান্য সংগঠনের সদস্যবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়