প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২২, ২০:৫৫
চাঁদপুর লঞ্চ ঘাটে লঞ্চ ভিড়ানোর সমস্যা সমাধানে ড্রেজিং কাজ শুরু
চাঁদপুরের লঞ্চঘাটে মাটির কারনে পল্টুনে লঞ্চ ভিড়াতে দীর্ঘদিন যাবত সমস্যা হওয়ায় ড্রেজিংয়ের কাজ শুরু করেছে বাংলাদেশ অভ্যন্তরিণ নৌ পরিবহণ কর্তৃপক্ষ বিআইডব্লিউটিএ।
জানা যায়, চাঁদপুরের লঞ্চঘাটের পল্টুনের নীচে ও আশপাশে মাটি জমে মাটির কারনে লঞ্চঘাটের পল্টুনে লঞ্চ ভিড়তে দীর্ঘদিন যাবত সমস্যা হয়ে আসছে। এই নিয়ে বিআইডব্লিউটিএ চাঁদপুর কতৃপক্ষ উধ্বতন কতৃপক্ষ কে বিষয়টি অবহিত করে। ফলে উল্লেখিত বিষয়টি সমাধানে ঊর্ধ্বতন কতৃপক্ষ ব্যবস্থা গ্রহণ করে। এই আলোকে পরিকল্পনা মাফিক লঞ্চঘাট এলাকার ৯১ মিটার (৩শ' ফিট) এরিয়া ড্রেজিং করার সিদ্ধান্ত নেয়। আর কাজটি বাস্তবায়নের কাজে নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠান হলো মেসার্স নূর এন্টার প্রাইজ কোঃ লিঃ যার মালিক মোঃ কামরুল হাসান রিপন।
গতকাল ড্রেজিং কাজের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল ড্রেইজিং ডিভিশনের নির্বাহী প্রকৌশলী মোঃ আবু বকর সিদ্দিক, চাঁদপুর বন্দর কর্মকর্তা মোঃ কায়সারুল ইসলাম, যুগ্ম পরিচালক মোঃ মাহমুদুল হাসান থানদার, চাঁদপুর নৌ থানার ওসি মোঃ মুজাহিদুল ইসলাম, বরিশাল ড্রেইজিং ডিভিশনের মোহাম্মদ হোসেন, বিআইডব্লিউটিএ টিআই শাহ আলম, সুমনসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
চাঁদপুর বন্দর কর্মকর্তা মোঃ কায়সারুল ইসলাম জানায়, চাঁদপুর লঞ্চঘাটে ড্রেজিং করার পর মাটির কারনে লঞ্চ ভিড়তে আর সমস্যা হবে না।
বরিশাল ড্রেইজিং ডিভিশনের নির্বাহী প্রকৌশলী মোঃ আবু বকর সিদ্দিক, বর্তমানে ড্রেজিং স্থানে ৪ হাজার ঘনমিটার মাটি রয়েছে। শুষ্ক মৌসুমে ড্রেজিংয়ের পর চাঁদপুর লঞ্চঘাটে সর্বনিন্ম ৮ ফিট পানি থাকবে। বর্তমানে ২ ফিট পানি রয়েছে। ড্রেজিং এর মাধ্যমে ৬ ফিট মাটি কাটা হবে।