প্রকাশ : ০৯ মে ২০২৫, ২৩:৫৯
চাঁদপুরে শহীদ সিয়াম স্মৃতি সংসদের সেলাই মেশিন বিতরণ

আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে চাঁদপুরে শহীদ সিয়াম স্মৃতি সংসদের উদ্যোগে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ মে ২০২৫) বিকেলে চাঁদপুর আল আমিন মডেল মাদ্রাসা মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও চাঁদপুর জেলা শাখার আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর সদর-হাইমচর আসনের সংসদ সদস্য প্রার্থী ও জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাড. শাহজাহান মিয়া।
|আরো খবর
শহীদ সিয়াম স্মৃতি সংসদের সভাপতি আমিন আহমাদ মস্তানের সভাপতিত্বে ও সেক্রেটারি প্রভাষক জুনায়েদ তারেক মস্তানের পরিচালনায় আরো বক্তব্য রাখেন মজিবুর রহমান সুমন মস্তান। উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ নেতা আব্দুল হাই লাভলু, কুরআন তেলাওয়াত করেন আব্দুল মাজেদ।