রবিবার, ২০ এপ্রিল, ২০২৫  |   ৩০ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ২০ এপ্রিল ২০২৫, ২১:৩৯

রংতুলি সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

অসাম্প্রদায়িক বাংলাদেশ দেখতে হলে সাংস্কৃতিক কর্মকাণ্ডে পৃষ্ঠপোষকতা করতে হবে : জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

অসাম্প্রদায়িক বাংলাদেশ দেখতে হলে সাংস্কৃতিক কর্মকাণ্ডে পৃষ্ঠপোষকতা করতে হবে : জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন
অনলাইন ডেস্ক

জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেছেন, চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমি খুলে দিতে অনেকেই আমাকে তাগিদ দিচ্ছেন। আজও জেলা বিএনপির সভাপতি দ্রুত সময়ে শিল্পকলা একাডেমি মিলনায়তন চালু করতে তাগিদ দিয়েছেন। আমরা এটি সংস্কারের জন্যে ৫ লাখ টাকা বরাদ্দ দিয়েছি। আশা করি দ্রুততম সময়ের মধ্যে এর সংস্কার কাজ হয়ে যাবে। তিনি বলেন, আমি অনেক সময় দেখি সাংস্কৃতিক সংগঠনগুলো ৫ হাজার টাকার জন্যে প্রোগ্রাম সম্পন্ন করতে পারে না। কিন্তু রাজনৈতিক দলের নেতারা ঈদ বা অন্য পারপাসে তাদের নেতা-কর্মীদের ৫ বা ১০ হাজার টাকা দিয়ে বলে, জামা কিনে নিও, ঈদ বকশিশ দিয়ে থাকেন। আমি ওনাদের অনুরোধ করবো, সরকারের পাশাপাশি রাজনীতিবিদরা আপনারা সাংস্কৃতিক কর্মকাণ্ডকে বেগবান রাখতে এগিয়ে আসবেন। শনিবার (১৯ এপ্রিল ২০২৫) সন্ধ্যায় চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে রংতুলি সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আমরা অসাম্প্রদায়িক বাংলাদেশ চাই। তা দেখতে হলে আমাদের সাংস্কৃতিক কর্মকাণ্ডকে পৃষ্ঠপোষকতা করতে হবে। সাংস্কৃতিক কর্মকাণ্ডে যারা জড়িত তারা অসাম্প্রদায়িক ভাবধারায় বিশ্বাস করে, তারা কোনো অন্যায় কাজে জড়িত হয় না বলে আমি মনে করি। আমি রাজনৈতিক নেতাদের বলবো, আপনারা সুন্দর সুস্থ সমাজ বির্নিমাণ করতে হলে সাংস্কৃতিক সংগঠনগুলোকে পৃষ্ঠপোষকতা করুন। যেমনি করে এবারের পয়লা বৈশাখ উপলক্ষে জেলা বিএনপির আয়োজনে চাঁদপুরের সাংস্কৃতিক ও নাট্য সংগঠনগুলো অংশগ্রহণ করেছিল। আমি চাঁদপুরে একটি বাউল উৎসব করতে চাই, সেটা একদিনও হতে পারে, আবার কয়েকদিনেরও হতে পারে। এর সাথে রবীন্দ্র, নজরুল ও ইসলামী ভাবদর্শের গান নিয়ে উৎসব করার বিষয়টি আমার মাথায় রয়েছে। সমাজ বিনির্মাণে সরকারের পাশাপাশি রাজনীতিবিদরা পারে অনেক কিছু করতে। কারণ, ওনারা সবসময় মানুষদের নিয়ে মাঠেঘাটে থাকেন।

জেলা প্রশাসক আরও বলেন, রংতুলির আজকের এ আয়োজন সাংস্কৃতিক কর্মকাণ্ডকে আরও বেগবান করবে বলে আশা করি। প্রতিটি সংগঠনকে এভাবে কর্মকাণ্ড হাতে নিয়ে বাস্তবায়ন করলে সমাজের যে অসংহতি রয়েছে তা দূর হবে।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব,পিপিএম ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।

রংতুলি সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের সভাপতি মাহবুব আনোয়ার বাবলুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মঈনুদ্দিন লিটনের সার্বিক তত্ত্বাবধানে ও যুগ্ম সম্পাদক ইখতিয়ার উদ্দিন শিশুর পরিচালনায় আরও বক্তব্য রাখেন জেলার পিপি, সংগঠনের সহ-সভাপতি অ্যাড. কোহিনুর রশিদ ও জেলা জাসাসের সভাপতি কাজী মাইনুল ইসলাম জীবন।

অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত জামিল সৈকত, জেলা বিএনপির সহ-সভাপতি ডিএম শাহাজাহান, বিএনপি নেতা খলিলুর রহমান গাজী, অ্যাড. শামছুল আলম মন্টু, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল গাজী বাহার, চিত্রাঙ্কন প্রতিযোগিতা পরিষদের আহ্বায়ক অভিজিৎ রায়, সদস্য সচিব মনির হোসেন মান্নাসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সংগঠক, দুই শতাধিক পুরস্কারপ্রাপ্ত প্রতিযোগী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়