সোমবার, ৩১ মার্চ, ২০২৫  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৭ মার্চ ২০২৫, ২২:৩৭

ফরিদগঞ্জে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের ইফতার মাহফিল

শামীম হাসান
ফরিদগঞ্জে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের ইফতার  মাহফিল

জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল ফরিদগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ মার্চ ২০২৫) বিকেলে পৌর এলাকার বাসস্ট্যান্ডে আরাফাত চাইনিজ রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে

জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের উপজেলা শাখার আহ্বায়ক আবুল হোসেন পাটওয়ারীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা সাংস্কৃতিক দলের সভাপতি আমিনুল ইসলাম নয়ন।

দলের উপজেলা শাখার সদস্য সচিব নজির আলী খানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা সাংস্কৃতিক দলের সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন, ফরিদগঞ্জ পৌর যুবদলের সভাপতি ইমাম হোসেন পাটওয়ারী, সাধারণ সম্পাদক আমিন মিজি, ৬নং ইউনিয়ন ছাত্রদল নেতা মারুফ সর্দার, উপজেলা সাংস্কৃতিক দলের সদস্য জুয়েল পাটওয়ারী, মুসা গাজী, ছিদ্দিকুর রহমান, মোক্তার মিজি, আজিজ খান ও মামুনুর রহমান সুমন।

বক্তারা বলেন, স্বৈরাচার আওয়ামী লীগ ১৫ বছর দেশটাকে কারাগারে পরিণত করেছে। দেশ নায়ক তারেক রহমানের যোগ্য নেতৃত্বে ও ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে ফ্যাসিস্ট হাসিনা পেছনের দরজা দিয়ে দেশ ছেড়ে পালিয়ে যায়।

তারা আরো বলেন, দেশ নায়ক তারেক রহমানের ৩১ দফা বাস্তবে রূপ দিতে এবং দেশের বিশৃঙ্খল পরিস্থিতি স্থিতিশীলতায় আনতে খুব শীঘ্রই নির্বাচন দিতে হবে।

আলোচনা সভা শেষে মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাও. ওয়ালি উল্লাহ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়