রবিবার, ৩০ মার্চ, ২০২৫  |   ৩০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৭ মার্চ ২০২৫, ১৬:০৮

'জীবন চৌধুরী ফাউন্ডেশন'-এর পক্ষ থেকে অটোবাইক ও ঈদ উপহার বিতরণ

কচুয়া প্রতিনিধি
'জীবন চৌধুরী ফাউন্ডেশন'-এর পক্ষ থেকে অটোবাইক ও ঈদ  উপহার বিতরণ

বৃহস্পতিবার (২৭ মার্চ ২০২৫) দুপুরে কচুয়ায় কাদলা ইউনিয়নের গুলবাহার গ্রামে 'জীবন চৌধুরী ফাউন্ডেশন'-এর পক্ষ থেকে আলী আক্কাস নামে একজন অসচ্ছল ব্যক্তিকে অটোবাইক প্রদান করা হয়েছে । এছাড়াও ছয় শতাধিক পরিবারের মাঝে ঈদ শুভেচ্ছা উপহার (পোশাক) ও দু শ' পরিবারের মাঝে নগদ অর্থ প্রদান করা হয়েছে।

ঈদ উপহারের মধ্যে রয়েছে--মহিলাদের জন্যে শাড়ি, পুরুষদের জন্যে লুঙ্গি ও নগদ অর্থ।

ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ফয়সাল চৌধুরী জীবন ওমরাহ হজ্ব পালন করতে যাওয়ায় তিনি মুঠোফোনে জানান, প্রতি বছরের ন্যায় এ বছরও ফাউন্ডেশনের পক্ষ থেকে একজন অসচ্ছল ব্যক্তিকে অটোবাইক, ছয় শতাধিক পরিবারের মাঝে ঈদ শুভেচ্ছা উপহার (পোশাক) ও দু শ' জনকে নগদ অর্থ বিতরণ করেছি। এ ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রতি বছর রমজানে ইফতার সামগ্রী, ঈদুল ফিতরে ঈদ শুভেচ্ছা উপহার, গরীব ও মেধাবীদের বৃত্তি প্রদান, বছরের শুরুতে ছাত্র- ছাত্রীদের শিক্ষা সামগ্রী, অসহায় অসুস্থ মানুষের মাঝে চিকিৎসা সহায়তা, গৃহহীনদের ঘর তৈরি করে দিয়ে আসছি। আমার একটাই লক্ষ্য অসহায় মানুষের সেবা করা ও সুখ-দুঃখে তাদের পাশে থাকা। আমি যতদিন বাঁচবো মানুষের জন্যে সেবামূলক কাজ করে যাবো ইনশাআল্লাহ।

অটোবাইক প্রদান ও ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন 'জীবন চৌধুরী ফাউন্ডেশন'-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ফয়সাল চৌধুরী জীবনের মা শাহানা চৌধুরী ও তাঁর সহধর্মিণী শামা তাসনুভা লিজা। এ সময় উপস্থিত ছিলেন মাসুদ খান, আনিছুর রহমান সেলিম, সোলেমান ভূঁইয়া, মিরাজসহ ফাউন্ডেশনের অন্য সদস্যবৃন্দ।

উল্লেখ্য, 'জীবন চৌধুরী ফাউন্ডেশন' একটি অরাজনৈতিক, অলাভজনক সংগঠন হিসেবে কচুয়ায় প্রতিষ্ঠা লাভ করেছে। প্রতিষ্ঠা লাভের পর থেকে সংগঠনটির সমাজসেবামূলক নানামুখী কর্মকাণ্ড চলমান আছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়