প্রকাশ : ২৬ মার্চ ২০২৫, ২৩:৫০
অ্যাড. সেলিম আকবরের দোয়ানুষ্ঠান

চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও চাঁদপুর জেলা গণফোরামের সভাপতি অ্যাড. সেলিম আকবরের বাসভবনে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ মার্চ ২০২৫) বাদ আসর চাঁদপুর শহরের ব্যাংক কলোনিস্থ তার মরহুম বাবা, মা, ভাই, আত্মীয়-স্বজনদের স্মরণে এবং প্রবাসী ভাইয়ের সুস্থতার জন্যে তাঁর নিজ বাড়িতে এ দোয়ার আয়োজন করা হয়।
মিলাদ অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মাওলানা সাইফুদ্দিন খন্দকার ও মোনাজাত পরিচালনা করেন
আ ন ম মাওলানা মহিবুল্লাহ।
দোয়ানুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা জজ আদালতের জিপি অ্যাড. এ. জেড. এম. রফিকুল হাসান রিপন, মাওলানা আবু তাহের, জেলা গণফোরামের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবুল, ক্রীড়া সংগঠক আবূুল খালেক সহ স্থানীয় এলাকাবাসী ও মুসল্লিরা।