প্রকাশ : ২৬ মার্চ ২০২৫, ২২:৩২
প্রদীপ্ত তরুণ সংগঠনের ঈদ উপহার বিতরণ

চাঁদপুর শহরের একঝাঁক তরুণের উদ্যোগে গড়ে তোলা সামাজিক ও মানবিক সংগঠন প্রদীপ্ত তরুণ সংগঠনের পক্ষ থেকে সংগঠনের সদস্যদের চাঁদায় অসহায় পরিবারের শিশু ও শ্রমজীবী রিকশা চালকসহ শতাধিক পরিবারকে ঈদের পোশাক বিতরণ করা হয়েছে।
বুধবার
(২৬ মার্চ ২০২৫) বিকেল ৪ টায় চাঁদপুর সরকারি কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থেকে পোশাক বিতরণ করেন সংগঠনের সভাপতি আহনাফ মুহতাসিন স্বপ্ন, সহ-সভাপতি মোহাম্মদ আকাশ, সহ-সভাপতি ফারহানা আক্তার বৈশাখী, সাধারণ সম্পাদক আরাফাত হোসেন রজিন, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী রায়হান, যুগ্ম সাধারণ সম্পাদক সামান্তা আক্তার, সহ-সাংগঠনিক সম্পাদক মিশু তালুকদার, সহ-সাংগঠনিক সম্পাদক হামিদা আক্তার, দপ্তর সম্পাদক নাজমুল হাসান নাহিদ, প্রচার সম্পাদক প্রতীম মজুমদার, উপ-প্রচার সম্পাদক দেব প্রিয়, উপ-প্রচার সম্পাদক মার্জিয়া আক্তার, ক্রীড়া সম্পাদক রাশেদ খান, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, সাবিয়া আক্তার সহ সংগঠনের সকল সদস্য ।