বুধবার, ২৬ মার্চ, ২০২৫  |   ৩৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৬ মার্চ ২০২৫, ০১:১৪

মতলবে প্রিন্সিপাল আব্দুর রব ফাউন্ডেশনের আলোচনা সভা ও ইফতার মাহফিল

রেদওয়ান আহমেদ জাকির
মতলবে প্রিন্সিপাল আব্দুর রব ফাউন্ডেশনের  আলোচনা সভা ও ইফতার মাহফিল

মতলব দক্ষিণে প্রিন্সিপাল মুহাম্মদ আব্দুর রব ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল মঙ্গলবার (২৫ মার্চ ২০২৫) মতলব কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।

ফাউন্ডেশনের সভাপতি ডা. মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে ও কোষাধ্যক্ষ মুহাম্মদ আতিকুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ইসলামিক সোসাইটির চেয়ারম্যান অ্যাডভোকেট মো. শফিকুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএফআই কলেজের সাবেক অধ্যক্ষ মুহাম্মদ সিরাজুল ইসলাম ও মতলব সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ। বক্তব্য রাখেন লক্ষ্মীপুর আ স ম আব্দুর রব কলেজের অধ্যাপক মো. মাজহারুল ইসলাম, মতলব পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও মতলব পৌরসভার সাবেক প্যানেল মেয়র মো. শাহ গিয়াস, ইসলামিক সোসাইটির সেক্রেটারী মোস্তফা মিয়া, আদর্শ স্কুল মতলবের সহকারী শিক্ষক মো. জসিম উদ্দিন প্রধান প্রমুখ।

রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা করেন ইকরা হিফজুল কুরআন মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা খালিদ সাইফুল্লাহ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যক্ষ মুহাম্মদ আব্দুর রহিম সরকার। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলোওয়াত করেন মাওলানা মুফতি আবু সাঈদ। আলোচনা সভাশেষে মরহুমের আত্মার মাগফেরাত কামনা ও দেশবাসীর জন্যে দোয়া ও মোনাজাত করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়