প্রকাশ : ২৬ মার্চ ২০২৫, ০১:০৩
চাঁদপুর এভারগ্রীন ক্লাবের ইফতার ও দোয়া অনুষ্ঠান
এ ক্লাবটি একটি প্রতিষ্ঠিত ক্লাব হিসেবে জেলা শহরে পরিচিত : পৌর প্রশাসক গোলাম জাকারিয়া

চাঁদপুর এভারগ্রীন ক্লাবের ইফতার ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ মার্চ ২০২৫) বিকেলে চাঁদপুর শহরের চিত্রলেখা মোড়ে চাইনিজ রেস্টুরেন্টে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর পৌরসভার প্রশাসক মো. গোলাম জাকারিয়া।
তিনি তাঁর বক্তব্যে বলেন, এ ক্লাবটির চাঁদপুর জেলা শহরে একটি প্রতিষ্ঠিত ক্লাব হিসেবে পরিচিতি রয়েছে। এ ক্লাবের সাথে যারাই জড়িত রয়েছেন, প্রত্যেকেই প্রত্যেকের স্থান থেকে বিভিন্ন মানুষদের সেবা দিয়ে যাচ্ছেন। ক্লাবের সদস্যরা খেলাধুলা সহ সামাজিক কর্মকাণ্ডে জড়িত রয়েছেন। ক্লাবটিতে সরকারি-বেসরকারি কর্মকর্তারা একত্রিত হয়ে খেলাধুলায় অংশ নেন।
ক্লাব সভাপতি ডা. জালাল উদ্দিন রুমির সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন ক্লাব কর্মকর্তা গিয়াস কবির।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুপ্রভাত চাকমা, ক্লাবের মহাসচিব আবুল কালাম ভুইয়া, কোষাধ্যক্ষ সৈয়দ মশিউর রহমান, ক্লাব কর্মকতা আলমগীর আলম জুয়েল, ক্লাব কর্মকর্তা ও মেঘনা বার্তার সম্পাদক গিয়াস উদ্দিন মিলন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা জুনায়েদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা জজ আদালতের জিপি অ্যাড. এ জেড এম রফিকুল হাসান রিপন, যুগান্তরের চাঁদপুর প্রতিনিধি মির্জা জাকির, প্রথম আলোর চাঁদপুর জেলা প্রতিনিধি আলম পলাশ, ইলশেপাড় পত্রিকার প্রধান সম্পাদক মাহবুবুর রহমান সুমন , রোটারিয়ান অধ্যাপক জাকির হোসেন, ব্যবসায়ী আলম হোসেন, ক্রীড়া সাংবাদিক অ্যাড. ইয়াসিন আরাফাত ইকরাম সহ ক্লাব সদস্য ও অতিথিবৃন্দ।