প্রকাশ : ২৫ মার্চ ২০২৫, ২১:০০
মতলব দক্ষিণে যুবদল নেতা গোলাম মাওলা বিপুল হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

মতলব দক্ষিণ উপজেলায় চঞ্চল্যকর যুবদল নেতা গোলাম মাওলা বিপুল হত্যার সাথে জড়িত খুনিদের দ্রুত বিচারের দাবিতে নিহতের পরিবার বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনের আয়োজন করে।
মঙ্গলবার (২৫ মার্চ ২০২৫) বেলা ১২টায় মতলব দক্ষিণ উপজেলা পরিষদের সামনে মতলব-চাঁদপুর সড়কে এ কর্মসূচি পালিত হয়।
নিহতের বড়ো ভাই ও মামলার বাদী সাবেক প্যানেল মেয়র মো. শাহ গিয়াস বলেন, বিগত ২০১০ সালের ১৬ মে দিবাগত রাতে তার নিজ বাসায় হাত-পা বেঁধে শ্বাসরুদ্ধ করে হত্যা করেছে। আমি বাদী হয়ে ২০১০ সালের ১৭ মে মতলব দক্ষিণ থানায় মামলা দায়ের করি। উক্ত মামলায় আমি কোনো আসামী দেইনি। পরে পুলিশ তদন্ত করে আসামী শনাক্ত করেছে। বর্তমানে মামলাটি সিআইডির নিকট রয়েছে। বিপুল হত্যা মামলার খুনিদের ফাঁসির দাবি করছি। অতি দ্রুত খুনিদের আটক করে বিচার করে ফাসির দাবি করছি আমি ও আমার পরিবারবর্গ।
কর্মসূচিতে বক্তব্য রাখেন মতলব পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও মতলব পৌরসভার সাবেক প্যানেল মেয়র মো. শাহ গিয়াস, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক জিএম খলিল, পৌর যুবদলের সাবেক আহ্বায়ক মো. জসিম উদ্দিন মিয়াজী, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান কাইয়ুম, পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক শরীফ উল্যাহ সরকার টিটু, উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব রেহান উদ্দিন রাজন, যুবদল নেতা আল আমিন প্রধান, পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সারওয়ার ফরাজী, মতলব সরকারি ডিগ্রি কলেজের সাবেক আহ্বায়ক আমিনুল ইসলাম রাজীব, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুয়েল প্রধান প্রমুখ। আবেগাপ্লুত বক্তব্য রাখেন নিহত গোলাম মাওলা বিপুলের একমাত্র ছেলে আব্দুল্লাহ।
উল্লেখ্য, ২০১০ সালের ১৬ মে দিবাগত রাতে তার নিজ বাসায় হাত-পা বেঁধে যুবদল নেতা বিপুলকে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়। পরে নিহতের বড়ো ভাই মতলব পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. শাহ গিয়াস বাদী হয়ে মতলব দক্ষিণ থানায় অজ্ঞাতনামাদের আসামী করে মামলা দায়ের করে।