প্রকাশ : ২৪ মার্চ ২০২৫, ১৫:৩৫
ফরিদগঞ্জে আরেক কিশোরীর লাশ উদ্ধার
ফরিদগঞ্জে রাখী আক্তার (১৫) নামে আরো এক কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৪ মার্চ ২০২৫) দুপুরে ৮নং পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের রামদাসেরবাগ গ্রামের মোল্লা বাড়ি থেকে তার লাশ উদ্ধারের পর পোস্ট মর্টেমের জন্যে চাঁদপুর মর্গে প্রেরণ করা হয়েছে। এর আগে রোববার (২৩ মার্চ ২০২৫) মাঈশা আক্তার (১৩) নামে মাদ্রাসার ৮ম শ্রেণীতে পড়ুয়া শিক্ষার্থীর লাশ উদ্ধার করে পুলিশ।
রাখীর মা রিনা বেগম জানান, তার মেয়ে রাখী গত ৩/৪ মাস যাবত শারীরিকভাবে অসুস্থ থাকার কারণে প্রায় সময় বিমর্ষ ও হতাশাগ্রস্ত থাকতো। সোমবার (২৪ মার্চ ২০২৫) সকালে বাথরুমের দরজা তিনি খোলা দেখতে পান। এ সময় ভেতরে তাকিয়ে দেখেন, রাখী বাথরুমের স্ট্যান্ডের সাথে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস লাগানো অবস্থায় ঝুলে রয়েছে। পরে পরিবারের লোকজন পুলিশকে খবর দিলে ফরিদগঞ্জ থানার এসআই পিয়াস বড়ুয়া সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে চাঁদপুর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেন।
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ আলম বলেন, এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। মৃতের লাশ উদ্ধার করে পোস্ট মর্টেমের জন্যে চাঁদপুর মর্গে প্রেরণ করা হয়েছে।