মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫  |   ২৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৩ মার্চ ২০২৫, ২২:৩৯

হাজীগঞ্জের পশ্চিম বড়কুল ইউনিয়নে ইসলামী আন্দোলনের ইফতার মাহফিল

যে সমস্যাগুলোর কারণে বারবার স্বৈরাচার ও ফ্যাসিবাদের সৃষ্টি হয় সেগুলো সংস্কার করতে হবে : শেখ মুহাম্মাদ জয়নাল আবেদীন

যে সমস্যাগুলোর কারণে বারবার স্বৈরাচার ও ফ্যাসিবাদের সৃষ্টি হয় সেগুলো সংস্কার করতে হবে : শেখ মুহাম্মাদ জয়নাল আবেদীন
অনলাইন ডেস্ক

হাজীগঞ্জ উপজেলার ৭নং পশ্চিম বড়কুল ইউনিয়নে ইসলামী আন্দোলনের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৩ মার্চ ২০২৫) পশ্চিম বড়কুল ইউনিয়নের রামচন্দ্রপুর কাছিমিয়া ফাজিল মাদ্রাসায় রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল আয়োজন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ ৭নং পশ্চিম বড়কুল ইউনিয়ন শাখা। এতে

প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শেখ মুহাম্মাদ জয়নাল আবেদীন।

তিনি তাঁর বক্তব্যে বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি, সেটি সুন্দরভাবে গড়ে তোলা আমাদেরই দায়িত্ব। রমজানের তাৎপর্য নিজেদের মধ্যে ধারণ করে সুন্দর সমাজ ও সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করতে হবে। সমাজের সকলকে সাথে নিয়ে এবং সকল রাজনৈতিক মতভেদ দূর করে দেশের স্বার্থে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা সবাই মিলে আন্দোলন করে যেই ফ্যাসিবাদ দূর করেছি, সেই ফ্যাসিবাদ আর যেন আমাদের সমাজে তৈরি না হয়, আসুন সেটি নিশ্চিত করতে আমাদের প্রত্যেকের দায়িত্ব পালন করি। রাষ্ট্রে যেসব সমস্যার কারণে বারবার স্বৈরাচার ও ফ্যাসিবাদের সৃষ্টি হয়, সেগুলো সংস্কার করতে হবে। যেন দুর্নীতিবাজ ও সন্ত্রাসীরা জনপ্রতিনিধি হতে না পারে সেগুলো আমাদেরকে নিশ্চিত করতে হবে। সকল কিছু সংস্কার করে দ্রুত একটি নির্বাচনের জন্যে আমরা অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানাচ্ছি।

ইসলামী আন্দোলন বাংলাদেশ ৭নং পশ্চিম বড়কুল ইউনিয়নের সভাপতি মুফতি মোহাম্মদ শরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ৭নং পশ্চিম বড়কুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আমিন হেলাল, রামচন্দ্রপুর কাছিমিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা শামছুদ্দিন, হাজীগঞ্জ উপজেলা ইসলামী আন্দোলনের প্রচার ও দাওয়াহ সম্পাদক মোহাম্মদ কামাল গাজী ও উপজেলা ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি মোহাম্মদ ইমরান মাজহারী।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়