মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫  |   ২৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৩ মার্চ ২০২৫, ২০:৩০

কচুয়ায় অগ্নিকাণ্ডে মুক্তিযোদ্ধার বসতঘর পুড়ে গেছে : ৭০ লাখ টাকার ক্ষতি

কচুয়ায় অগ্নিকাণ্ডে মুক্তিযোদ্ধার বসতঘর পুড়ে গেছে : ৭০ লাখ টাকার ক্ষতি
অনলাইন ডেস্ক

কচুয়ায় অগ্নিকাণ্ডে এক মুক্তিযোদ্ধার বসতঘর পুড়ে গেছে। শুক্রবার (২১ মার্চ ২০২৫) রাত আনুমানিক আড়াইটার সময় গোহট উত্তর ইউনিয়নের বাতাবাড়িয়া হাজী বাড়ির প্রয়াত মুক্তিযোদ্ধা শহিদুল ইসলামের বসতঘরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বাড়ির লোকজন আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিসের কর্মীগণ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নেভাতে সক্ষম হয়। আগুনে একটি বসতঘরের ৬টি কক্ষে থাকা মালামালসহ ঘরটি পুড়ে যায়।

মুক্তিযোদ্ধা শহিদুল ইসলামের ছেলে মো. রিয়াজুল ইসলাম জানান, ওইদিন আমরা বাড়িতে ছিলাম না। আমরা ধারণা করছি, কেউ শত্রুতাবশত আগুন লাগিয়েছে। আগুনে আমাদের ঘরের টিভি, ফ্রিজ, স্বর্ণালঙ্কার, নগদ টাকা, মূল্যবান কাগজপত্র, দলিল ও আসবাবপত্রসহ প্রায় ৭০ লাখ টাকার ক্ষতি হয়। আমরা প্রশাসনের নিকট আর্থিক ক্ষতিতে সহযোগিতা ও ঘটনার সাথে জড়িতদের তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। এ ঘটনায় মো. রিয়াজুল ইসলাম কচুয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

কচুয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মাহতাব মণ্ডল বলেন, অগ্নিকাণ্ডের বিষয়ে তদন্ত চলছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়