মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫  |   ২৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৩ মার্চ ২০২৫, ১৯:৪০

চাঁদপুর ডায়াবেটিক সমিতির দোয়া ও ইফতার মাহফিল

সমিতির কার্যক্রমকে আরো গতিশীল করতে প্রশাসন সাধ্যমত সহযোগিতা দিয়ে যাবে : জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

অনলাইন ডেস্ক
সমিতির কার্যক্রমকে আরো গতিশীল করতে প্রশাসন সাধ্যমত সহযোগিতা দিয়ে যাবে : জেলা প্রশাসক  মোহাম্মদ মোহসীন উদ্দিন

চাঁদপুর ডায়াবেটিক সমিতির আয়োজনে ২১ রমজান শনিবার (২২ মার্চ ২০২৫) বাদ আসর চাঁদপুর ডায়াবেটিক হাসপাতালে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন (যুগ্ম সচিব পদোন্নতিপ্রাপ্ত)-এর সভাপতিত্বে ইফতার মাহফিলে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাও. রফিকুল ইসলাম।

সভায় জেলা প্রশাসক বলেন, সমিতির কমিটি অনেকদিন যাবৎ মেয়াদোত্তীর্ণ। সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে একটি কমিটি করা জরুরি। আপনারা উপস্থিত আজীবন সদস্যদের মধ্য থেকে এ বিষয়ে আমাকে পরামর্শ ও প্রস্তাবনা দিলে পরবর্তী কার্যক্রম করতে আমার জন্যে সুবিধা হয়। জেলা প্রশাসকের এই বক্তব্যের প্রেক্ষিতে বক্তব্য রাখেন আজীবন সদস্য অ্যাড. কামাল উদ্দিন আহমেদ, মুজিবুর রহমান ফরহাদ, সোহেল রূশদী ও গোলাম হোসেন টিটু।

তারা বলেন, ঈদ পরবর্তী একটি সুবিধাজনক সময়ে আপনার নেতৃত্বে সমিতির সদস্যদের নিয়ে এক সভায় কমিটি গঠনের অনুরোধ জানাচ্ছি ।

সবশেষে জেলা প্রশাসক বলেন, আপনাদের প্রস্তাবনায় ঈদুল ফিতরের পরে সমিতির সদস্যদের নিয়ে কমিটি গঠন করা হবে। সেখানে দুটি পদ্ধতি থাকবে : ইলেকশন অথবা সিলেকশন। আপনারা যেটি প্রস্তাব দিবেন সেই পদ্ধতিতেই কমিটি গঠন করা হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) লুৎফুর রহমান, চাঁদপুর সদর ইউএনও সাখাওয়াত জামিল সৈকত, চাঁদপুর ডায়াবেটিক সমিতির আজীবন সদস্য (সাবেক অবৈতনিক সাধারণ সম্পাদক) আলহাজ্ব মো. জাহাঙ্গীর আখন্দ সেলিম, এমএ মাসুদ ভূঁইয়া, সুভাষ চন্দ্র রায়,

ডা. এস এম সহিদ উল্লাহ, ডা. মুস্তাফিজুর রহমান, ডা. মো. গোলাম ফারুক ভূঁইয়া, মো. নজরুল আমিন চৌধুরী সাজু, ডা. মো. মিজানুর রহমান, মো. মোশাররফ হোসেন চৌধুরী, শেখ মনির হোসেন বাবুল, ডা. মোবারক হোসেন চৌধুরী, ডা. মো. ইলিয়াছ, অধ্যাপক মোশারেফ হোসেন, তমাল কুমার ঘোষ, ডা. নুরুল হুদা, ডা. বিশ্বনাথ পোদ্দার, অধ্যাপক মো. জাকির হোসেন, হযরত আলী, খোরশেদ আলম পাটোয়ারী কাঞ্চন, অ্যাড. নজরুল ইসলাম, অ্যাড. পলাশ মজুমদার, নজরুল ইসলাম স্বপন, মো. মোস্তাক আহমেদ, মো. জামাল হোসেন, শেখ মহিউদ্দিন রাসেল, শাহাদাত হোসেন মানিক, মাঈনুল ইসলাম, মাহমুদা খানম, এওয়াইএম জাকারিয়া প্রমুখ।

ইফতার মাহফিলের শুরুতে উপস্থিত সকলকে স্বাগত জানানো হয়। এরপর চাঁদপুরের জেলা প্রশাসক যুগ্ম সচিব পদে পদোন্নতি পাওয়ায় চাঁদপুর ডায়াবেটিক সমিতির আজীবন সদস্য ও হাসপাতালের পক্ষ থেকে চিকিৎসক ও কর্মকর্তাগণ ফুলেল শুভেচ্ছা জানান।

জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন তাঁর বক্তব্যে আরো বলেন, এটি একটি সেবামূলক প্রতিষ্ঠান। তাই সেবার মানসিকতাসম্পন্ন ব্যক্তিদের নিয়েই এটি পরিচালিত হবে। আপনারা জানেন ডায়াবেটিস একটি নীরব ঘাতক। তাই ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে চিকিৎসা সেবাগ্রহণ, খাদ্যাভ্যাস পরিবর্তন এবং নিয়মিত ব্যায়াম করার অভ্যাস করতে হবে। ডায়াবেটিক সমিতি নামমাত্র মূল্যে রোগীদের চিকিৎসা সেবা দিয়ে আসছে। তিনি বলেন, এ জেলা শহরে ডায়াবেটিক সমিতির কার্যক্রমকে আরো গতিশীল করতে জেলা প্রশাসন সাধ্যমত সহযোগিতা দিয়ে যাবে। এই প্রতিষ্ঠানটি যাতে আরো সুন্দরভাবে চলতে পারে তাই সবার মতামতের ভিত্তিতে নতুন পরিচালনা পর্ষদ গঠন করা হবে।

অনুষ্ঠানে চাঁদপুরের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও ডায়াবেটিক সমিতির আজীবন সদস্য, ডোনার সদস্য ও সাধারণ সদস্যগণসহ কার্যকরী কমিটির সাবেক সদস্যরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়