মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৩ মার্চ ২০২৫, ১২:২২

ফারিসার মেধাবী শিক্ষার্থী সংবর্ধনা ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায়

ফরিদগঞ্জ ব্যুরো
ফারিসার  মেধাবী শিক্ষার্থী সংবর্ধনা ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায়

ফরিদগঞ্জ উপজেলা সদরস্থ ফরিদগঞ্জ আবিদুর রেজা পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের সংগঠন ফারিসার উদ্যোগে এসএসসি ২০২৫ সালের বিদায় উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। শনিবার (২২ মার্চ ২০২৫) দুপুরে বিদ্যালয় মিলনায়তনে ফারিসার সাধারণ সম্পাদক প্রকৌশলী মহেশ শর্মার সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক নুরুন্নবী নোমানের পরিচালনায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাসিনা আক্তার, ফারিসার সমন্বয়কারী ফরিদ আহমেদ রিপন, বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলাম পাঠান, প্রাক্তন শিক্ষক হিতেশ শর্মা, প্রাক্তন শিক্ষার্থী ও ফারিসার সদস্য হারুনুর রশিদ, রিয়াজ উদ্দিন ফরিদী প্রমুখ। আলোচনা শেষে সদ্য বুয়েট, বুটেক্স ও মেডিকেলে চান্স পাওয়া বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের এবং এসএসসি ২০২৫ সালের ব্যাচের ১০জন মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়।

সভায় ফারিসার নেতৃবৃন্দ বলেন, ফরিদগঞ্জ আবিদুর রেজা পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের সংগঠন ফারিসা সর্বদা বিদ্যালয় এবং এর শিক্ষার্থীদের হিতকল্পে কাজ করছে। প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের যে কোনো সহায়তা প্রদান ছাড়াও বিদ্যালয়ের উন্নয়নে আমরা প্রত্যেকে যার যার অবস্থান থেকে কিছু করার চেষ্টা করছি। তবে ফারিসার কর্মকাণ্ড আরো বেগবান করতে এই বিদ্যালয়ের প্রাক্তন সকল শিক্ষার্থী এবং শিক্ষককে আরো এগিয়ে আসতে হবে। দেশে এবং বিদেশে যেখানেই এ আর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীরা রয়েছেন সকলে এক ছাতার নিচে এসে কাজ করবো। পরে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়