সোমবার, ২৪ মার্চ, ২০২৫  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২২ মার্চ ২০২৫, ২২:২৬

ফরিদগঞ্জ রূপসা দক্ষিণে জামায়াতের ইফতার মাহফিল

ব্যক্তিজীবন থেকে রাষ্ট্র পর্যন্ত কোরআনের বিধান কায়েম করতে হবে : জেলা আমীর মাও. বিল্লাল হোসেন

ব্যক্তিজীবন থেকে রাষ্ট্র পর্যন্ত কোরআনের বিধান কায়েম করতে হবে : জেলা আমীর মাও. বিল্লাল হোসেন
ফরিদগঞ্জ প্রতিনিধি

ফরিদগঞ্জ উপজেলার ১৬নং রূপসা দক্ষিণ ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে মাহে রামজান উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ মার্চ ২০২৫) বিকেলে ফরিদগঞ্জ কুঠির বাজার হাইস্কুল মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী। তিনি বলেন, রামজান মাস এমন এক মাস, যে মাসে বিশ্বমানবের জন্যে পথ প্রদর্শন, সুপথের উজ্জ্বল নিদর্শন এবং হক ও বাতিলের প্রভেদকারী কোরআন অবতীর্ণ হয়েছে। রমজান কুরআন নাজিলের মাস। ব্যক্তিজীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যন্ত কুরআনের বিধান কায়েম করতে হবে।

তিনি বলেন, আল কুরআন পড়বো, জানবো এবং মানবো। কুরআনের বিধান দেশে কায়েম হলে সকল শ্রেণীর, সকল ধর্মের মানুষ নিরাপত্তার চাদরে আবৃত থাকবে এবং চাঁদাবাজি বিলুপ্ত হবে। যারা রোজাদার আল্লাহ তাদেরকে নিজের হাতে পুরস্কৃত করবেন।

জামায়াতের ইউনিয়ন সেক্রেটারি মাও. মোহাম্মদ হোসেনের পরিচালনায় ও ইউনিয়ন আমীর মাওলানা ওমর ফারুকের সভাপতিত্বে বিশেষ মেহমান হিসেবে বক্তব্য পেশ করেন ফরিদগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা ইউনুস হেলাল, ফরিদগঞ্জ পৌর জামায়াতের সেক্রেটারি, ইসলামী ছাত্রশিবিরের সাবেক চাঁদপুর জেলা সেক্রেটারি ইমরান হোসাইন, উপজেলা ওলামা বিভাগ সেক্রেটারি মাও. কাজী গিয়াস, ইউনিয়নের ৫নং ওয়ার্ড সভাপতি মাও. আবু হানিফ। ইউনিয়ন আমীর মাওলানা ওমর ফারুকের সমাপনী বক্তব্য এবং দোয়া ও মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়