সোমবার, ২৪ মার্চ, ২০২৫  |  
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২২ মার্চ ২০২৫, ২০:৩২

চাঁদপুর মেডিকেল কলেজ বন্ধের

ষড়যন্ত্রের প্রতিবাদ ও দ্রুত স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠার দাবিতে ছাত্রশিবিরের মানববন্ধন

ষড়যন্ত্রের প্রতিবাদ ও দ্রুত স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠার দাবিতে  ছাত্রশিবিরের মানববন্ধন
অনলাইন ডেস্ক

চাঁদপুর মেডিকেল কলেজ বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদে এবং দ্রুত স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠার দাবিতে মাবববন্ধন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চাঁদপুর শহর শাখা। শনিবার (২২ মার্চ ২০২৫) সকালে চাঁদপুর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চাঁদপুর শহর শাখার সভাপতি মো. মহররম আলী। শহর সেক্রেটারী মো. জাহিদুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক নেতা আব্দুল হাই লাভলুসহ অন্য নেতৃবৃন্দ।

মানববন্ধনে বক্তারা বলেন, যারা এই মেডিকেল কলেজ নিয়ে ষড়যন্ত্র করছে, তাদের ষড়যন্ত্রগুলো বন্ধ করতে হবে। এই মেডিকেল কলেজ যদি বন্ধ হয়ে যায় তাহলে এখানে যেসব শিক্ষার্থী রয়েছে তাদের কী হবে? তারা কোথায় যাবে? তারা কোন্ মেডিকেল কলেজের শিক্ষার্থী বলে নিজেদের পরিচয় দিবে? বর্তমানে চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে যে ক'জন প্রফেসর রয়েছেন তাঁরা তো এই মেডিকেল কলেজ থাকার কারণে আছেন। যদি কোনোভাবে এই মেডিকেল কলেজ বন্ধ হয়ে যায় তাহলে সাধারণ মানুষ এ সকল ডাক্তারের সেবা থেকে বঞ্চিত হবে। তাই ষড়যন্ত্র বন্ধ করে স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠার জন্যে দাবি জানান ইসলামী ছাত্রশিবির নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ বলেন, জেনারেল হাসপাতালে দৈনিক ৭০০/৮০০ রোগী সেবা নিতে আসে। কিন্তু পর্যাপ্ত শয্যা না থাকায় রোগীদের নিয়ে বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে যেতে হয়, এতে রোগীরা নানা হয়রানির শিকার হন। রোগীদের এই কষ্ট দূর করার জন্যে ২৫০ শয্যার হাসপাতালকে ১০০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল করার জন্য সরকারের নিকট দাবি জানাই এবং দ্রুত চাঁদপুর মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাসের কাজ শুরু করার দাবি জানাই। সেই ক্যাম্পাসে শিক্ষার্থীদের জন্যে খাবারের ক্যান্টিন ও নামাজের ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানাই।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়