প্রকাশ : ২২ মার্চ ২০২৫, ১৬:২৪
মতলব উত্তরে অগ্নিকাণ্ডে ৩ টি ঘর পুড়ে ছাই : নিঃস্ব একটি পরিবার

মতলব উত্তর উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের রায়পুর ইসলামাবাদ গ্রামের পাটোয়ারী বাড়িতে অগ্নিকাণ্ডে ৩ টি ঘর পুড়ে গেছে। শনিবার (২২ মার্চ ২০২৫)ভোর পৌনে চারটায় অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। আগুনের সূত্রপাত কীভাবে সেটা জানা যায় নি। এ অগ্নিকাণ্ডে প্রায় ১৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। নিঃস্ব হয়ে গেছে একটি পরিবার।
স্থানীয়রা জানান, আবুল কালাম পাটোয়ারীর স্ত্রী লাকি বেগম ও মেয়ে জুলিয়া আক্তার বসতঘরে ঘুমিয়ে ছিল। তারা পৌনে চারটার সময় সেহরি খাওয়ার জন্যে ঘুম থেকে উঠেন। উঠেই দেখেন ঘরের সামনের দক্ষিণ পাশের রুমে আগুন জ্বলছে। তখনই তারা ডাকচিৎকার দিয়ে ঘর থেকে বেরিয়ে পড়েন। পরে আশেপাশের লোকজন দ্রুত এসে আগুন নেভানোর চেষ্টা করেন। ততক্ষণে তাদের একটি চৌচালা বসতঘর, একটি দোচালা বসতঘর ও একটি রান্নাঘর নিমিষেই পুড়ে যায়। আগুন নিয়ন্ত্রণে আসার পর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌছায় এবং ঘটনাস্থল পরিদর্শন করে।
তিনটি ঘর পুড়ে যাওয়ায় পরিবারটি এখন নিঃস্ব হয়ে গেছে। তিন সন্তান নিয়ে তাদের আর মাথা গোঁজার ঠাঁই নেই। বর্তমানে খোলা আকাশের নিচে বসবাস করা ছাড়া আর কোনো উপায় নেই।
ক্ষতিগ্রস্ত পরিবারটি জানায়, এই অগ্নিকাণ্ডে প্রায় ১৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত আবুল কালাম পাটোয়ারী ঢাকাতে থাকেন।
আবুল কালাম পাটোয়ারীর স্ত্রী লাকি বেগম বলেন, সেহরি খাওয়ার জন্যে ঘুম থেকে উঠেই আগুন দেখে আমি ভয় পেয়ে যাই। তাৎক্ষণিক আমার মেয়েকে কোনোরকমে ঘর থেকে জীবন নিয়ে বের হই। এরপর আমার সব শেষ হয়ে গেল।
তিনি আরও বলেন, আমার ঘরের সমস্ত আসবাবপত্র, স্বর্ণালংকার, জরুরি কাগজপত্র, আইডি কার্ড, জায়গার দলিল, টাকা, ছেলেমেয়ের সার্টিফিকেট সহ সমস্ত কিছু পুড়ে গেছে, কিছুই বাঁচাতে পারি নি। বসতঘর সহ তিনটি ঘর পুড়ে একেবারেই শেষ হয়ে গেছে। আমার আর মাথা গোঁজার ঠাঁই রইলো না। এখন আমি সন্তানদের নিয়ে কই থাকবো?