শুক্রবার, ২১ মার্চ, ২০২৫  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২১ মার্চ ২০২৫, ১৭:১০

মতলব উত্তরে বাজার ও মৎস্য আড়তে অভিযানে জাটকা ইলিশ আটক

মতলব উত্তরে বাজার ও মৎস্য আড়তে অভিযানে জাটকা ইলিশ  আটক
মাহবুব আলম লাভলু

মতলব উত্তর উপজেলার বিভিন্ন বাজার ও মৎস্য আড়তে পরিচালিত অভিযানে জাটকা ইলিশ আটক করা হয়েছে।

শুক্রবার (২১ মার্চ ২০২৫) ভোর ৫টা থেকে সকাল ৯টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৬০ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়।

উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, উপজেলার বাবুরবাজার ও কালীরবাজার আড়ত, ষাটনল ঘাট, নতুন বাজার, পাঁচানী চৌরাস্তা, গজরা, ছেংগারচরসহ বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৬০ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়। জব্দকৃত জাটকা বিভিন্ন এতিমখানায় ও দুঃস্থ মানুষের মাঝে বিতরণ করা হয়।

অভিযানে অংশ নেন সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার বিজয় কুমার দাস। সহায়তা করেন মতলব উত্তর থানার ফোর্স।

সিনিয়র উপজেলা মৎস্য অফিসার বিজয় কুমার দাস জানান, পদ্মা-মেঘনায় ১ মার্চ থেকে ৩০ এপ্রিল দু মাস ইলিশের অভয়াশ্রমে মাছ ধরা নিষেধ। অভয়াশ্রম ও জাটকা রক্ষা কর্মসূচি বাস্তবায়নে অভিযান পরিচালনা করা হচ্ছে। জাটকা রক্ষায় এমন অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়