প্রকাশ : ১০ নভেম্বর ২০২৪, ১৫:১৩
তারাবুনিয়া চরে অটোরিকশা চাপায় ছয় বছরের শিশু নিহত
শরিয়তপুর জেলার দক্ষিণ তারাবুনিয়া ইউনিয়নে বেপরোয়া গতির অটোরিক্সা চাপায় হুমায়রা আক্তার (৬) নামের এক শিশু নিহত হয়েছে। ৯ নভেম্বর শনিবার দুপুরে ওই ইউনিয়নের ২নং ওয়ার্ডস্থ মতিন খানের কান্দি এলাকায় সড়ক দুর্ঘটনায় শিশুটির মাথা ও মুখমণ্ডল থেতলে যায়। আশংকাজনক অবস্থায় স্বজনরা তাকে মেঘনা নদী পাড়ি দিয়ে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্মরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। নিহত শিশু হুমায়রা দক্ষিণ তারাবুনিয়া মতিন খান কান্দির সৌদি প্রবাসী ফারুক কাজীর মেয়ে। স্বজনরা জানায়, শনিবার দুপুরে শিশু হুমায়রা এলাকার নুরানি মাদ্রাসা থেকে ছুটি শেষে বাড়ি ফেরার পথে দক্ষিণ তারাবুনিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের নুরুল হক প্রধানীয়ার ছেলের অটোচালক শাহপরান বেপরোয়া গতিতে অটো চালিয়ে আসার সময় ব্রেক ফেল করে নিয়ন্ত্রণ হারিয়ে হুমায়রার গায়ের ওপর উঠিয়ে দেয়। এতে গাড়ির চাকার আঘাতে শিশুটির মাথা ও মুখমণ্ডল আঘাতপ্রাপ্ত হয়ে রক্তক্ষরণ শুরু হয়। শিশুর মা চাঁদনী বেগম ও স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে জানান। খবর পেয়ে চাঁদপুর মডেল থানার এসআই হানিফ হাসপাতালে গিয়ে লাশের সুরতহাল করেন। এই ঘটনা জানার পর চাঁদপুর মডেল থানার ওসি বাহার মিয়া শিশুর পরিবারকে খবর দিয়ে ঘটনা সম্পর্কে বিস্তারিত অবগত হন এবং স্বজনরা লাশ নিয়ে যান।