প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৪, ১৬:১৩
অর্থের অভাবে বন্ধ পশ্চিম সকদী মসজিদ এ-নূর জামে মসজিদের নির্মাণ কাজ
চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের ডিএনসি বাজার পশ্চিম সকদী মসজিদ - এ-নূর জামে মসজিদের নির্মাণ কাজ অর্থের অভাবে বন্ধ হয়ে গেছে।
|আরো খবর
ছোট একটি টিনের মসজিদ থেকে শুরু হয় মসজিদের কার্যক্রম। বিভিন্ন মানুষের কাছ থেকে ৫/১০ টাকা থেকে শুরু করে মসজিদের জন্য সাহায্য সহায়তা নিয়ে মসজিদ পাকাকরণের কাজ শুরু করা হয়।কিন্তু পিলার উত্তোলন করা পর্যন্ত অর্থ শেষ হয়ে যায়। পিলারের সাথে চারনি টানিয়ে জুমার নামাজ আদায় করা হয়।আর পাঁচ ওয়াক্ত নামাজ টিনের মসজিদ ঘরটিতে আদায় করা হয়ে থাকে।দীর্ঘ বছর ধরে মসজিদটি এভাবে পড়ে থাকলেও বড় ধরনের অর্থ দিয়ে সহযোগিতা করার জন্য কেউ এগিয়ে আসছে না।এসমাজ অনেক দানশীল ব্যক্তি রয়েছেন যাদের একটু সুদৃষ্টিতে মসজিদের নির্মাণ কাজ সম্পন্ন করা সম্ভব। আমাদের সকলের একটু সহায়তায় মসজিদটি তাঁর পূর্ণাঙ্গ রুপে পরিণত হবে।
এব্যাপারে স্থানীয় এলাকাবাসী জানান, কেউ বড় ধরনের অর্থ দিয়ে সহায়তা করলে মসজিদের নির্মাণ কাজ করা সম্ভব হবে। খোলা আকাশের নিচে চারনি টানিয়ে রোদ,ঝড় ও বৃষ্টিতে নামাজ আদায় করতে হয়।
মসজিদ কমিটি জানান, বিভিন্ন মানুষের সহায়তায় মসজিদের নির্মাণ কাজ করে আসছি। বর্তমানে অর্থের অভাবে নির্মাণ কাজ বন্ধ রয়েছে। বড় ধরনের সাহায্য সহায়তা ফেলে মসজিদের নির্মাণ কাজ শেষ করা সম্ভব।