শনিবার, ০৯ নভেম্বর, ২০২৪  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ
  •   চাঁদপুর সদরের শাহমাহমুদপুর ইউনিয়নের মান্দারি লোহাগড় গ্রামে দুটি পুকুরে বিষ দিয়ে ১৫ লাখ টাকার মাছ নিধন
  •   গৃহবধূ আসমার খুনিদের বিচারের দাবিতে ফরিদগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন
  •   কচুয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তরে অভিযোগ
  •   হাজীগঞ্জের সন্তান অতিরিক্ত ডিআইজি জোবায়েদুর রহমানের ইন্তেকাল

প্রকাশ : ২০ আগস্ট ২০২৩, ২১:১০

মতলবে বেরাতে এসে মেঘনা নদীতে গোসল করতে গিয়ে ডুবে যুবকের মৃত্যু

মাহবুব আলম লাভলু
মতলবে বেরাতে এসে মেঘনা নদীতে গোসল করতে গিয়ে  ডুবে যুবকের মৃত্যু

চাঁদপুরের মতলব উত্তরে বেরাতে এসে গোসল করতে গিয়ে পানিতে ডুবে আহনাফ মিয়া (১৯) নামে যুবকের মৃত্যু হয়েছে। রবিবার (২০ আগস্ট) সকাল ১০ টার দিকে উপজেলার আমিরাবাদ এলাকার মেঘনা নদীতে গোসল করতে গিয়ে এ ঘটনা ঘটে। মৃত যুবক মিরপুর সাড়ে এগারো নাম্বার এলাকার আজগর আলীর ছেলে।

জানা যায়, ১৯ আগষ্ট শনিবার আহনাফ তার বন্ধু মতলব উত্তর উপজেলার আমিরাবাদ এলাকার সিয়ামের সাথে তার বাড়িতে বেরাতে আসে। পরদিন রবিবার সকালে মতলব উত্তর উপজেলার আমিরাবাদ এলাকার মেঘনা নদীতে গোসল করতে যায় ৪ বন্ধু।আহনাফ পানিতে ডুবে আর না উঠেনি । পরে স্থানীয়রা তাকে উঠিয়ে ১১ টা ২০ মিনিটে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মেডিকেল অফিসার ডা. হাসিবুল হাসান তাকে মৃত ঘোষণা করেন।

বন্ধুরা জানায় সে সাঁতার জানত না। আহনাফ ৩ ভাইদের মধ্যে দ্বিতীয়। সে এবার এসএসসি পরীক্ষায় পাশ করেছে।

পরে খবর পেয়ে মতলব উত্তর থানার এসআই আব্দুল আউয়াল লাশ থানায় নিয়ে আসে।

এবিষয়ে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মো. মহিউদ্দিন জানান, এ বিষয়ে একটি অপমৃত্য মামলা দায়ের করা হয়েছে। ময়না তদন্তের জন্য লাশ চাঁদপুর মর্গে প্ররন করা হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়