প্রকাশ : ৩০ অক্টোবর ২০২১, ০০:০০
শহরের আলোকরশ্মি,
তীব্র দ্রুতিতে ছাড়িয়ে যায় জ্যোৎ¯œার সমৃদ্ধিকে।
কৌতূহলী যুবকদের মগজ মাথা থেকে,
বেড়ে যায় যথেষ্ট বেশি।
আটকেপড়া পাতালে কিংবা অন্ধকারচ্ছন্ন গুহায়,
আতঙ্কের ছিটেফোঁটা ছেড়ে, মশালের মাথায় চিন্তালব্ধ সন্ধানী অনল,
এগিয়ে যাচ্ছে চপল পায়ের ছাপ, দলবদ্ধ হয়ে-
তারপর যতো যুগ যুগান্তর এলো, ধাবিত হলো-
ভীতির মাঝে বেড়ে গেলো গুহার আলো শোষণক্ষমতা।
মাশলালের গা’য়ে গুবরেপোকার বাস।
আর ধুলোর মাঝামাঝি নিশ্চিহ্নের পথে
অনন্ত কিশোরদের পদচিহ্ন...।
* পাঠক ফোরাম বিভাগে লেখা পাঠানোর ই-মেইল