প্রকাশ : ২৮ অক্টোবর ২০২১, ০০:০০
কচুয়ায় কৃষি পুনর্বাসন সহায়তা কর্মসূচির আওতায় খরিপ ২০২১-২২ মৌসুমের নাবী পাট বীজ উৎপাদন প্রদর্শনীর মাঠ দিবস পালিত হয়েছে। রোববার বিকেলে কচুয়া পৌরসভাধীন কড়ইয়া এলাকায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা মোঃ মুরাদুল হাসান।
উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ সোফায়েল হোসেনের সভাপ্রধানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক ড. আনিছুর রহমান। কচুয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ আবুল বাশার সরকারের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-সহকারী কৃষি কর্মকর্তা নরেশ চন্দ্র দাস, কচুয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রিয়তোষ পোদ্দার, উপজেলা দুদক কমিটির সহ-সভাপতি ফারুক মিয়াজী, কৃষক এরফান হোসেন প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন কচুয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-সহকারী কৃষি কর্মকর্তা (পৌর ব্লক) টিটু মোহন সরকার।