রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ২৮ অক্টোবর ২০২১, ০০:০০

সম্প্রীতি
অনলাইন ডেস্ক

তোমরা না হয় সংখ্যায় বেশি আমরা অতি কম

তুমি-আমি দুজনে নিই অক্সিজেনের দম

ভাত না খেলে আমার পেটে ক্ষুধার আগুন জ্বলে

তোমার পেটে আমার মতই নাচে ছুঁচোর দলে।

যে নদীতে সাঁতরে তুমি নিত্য করো গোসল

কলস ভরে আমার মা নেয় গাঁয়ের নদীর ও'জল

আমার ধৃত খালের মাছে তোমার উদর ভরে

তোমার দেয়া গরুর দুধে পাই ঘি-মাখন ঘরে।

কাঁদলে তুমি অশ্রু ঝরে হাসলে ফোটে মোতি

বদ্যিবাবুর অষুধ খেলে পাও তুমি ফের জ্যোতি

তোমার ঘরে ঈদের সেমাই আমার ঘরের নাড়ু

খাই দুজনে আর দুবোনে পারভীন এবং পারু।

মিলাদ পড়ার তবররুক পাই তোমার ঘরে আমি

আমার ঘরের প্রসাদ জানি তোমার কাছে দামি

তোমার মা আর আমার মায়ে ভেদ করিনি দুয়ে

তাঁদের দেখে শ্রদ্ধাভরে আমরা থাকি নুয়ে।

একাত্তরের মুক্তিযুদ্ধে দুজন পাশাপাশি

যুদ্ধ করেই ফিরিয়েছি বাংলা মায়ের হাসি।

দুর্ঘটনায় রক্ত ঝরে যখন তুমি নিথর

আমার রক্তে শক্তি পেলে তোমার দেহের ভিতর।

খেলার মাঠে তোমার দেয়া একটি দারুণ পাসে

আমার গোলে দলের সবাই খুশির বানে ভাসে

যেদিন থেকে রাজনীতিতে ধর্ম লাগায় কাদা

সেদিন থেকে সংখ্যালঘুর সূচনা হয় কাঁদা।

সাম্প্রদায়িক কুমতলবে ধর্ম হলো পণ্য

মানুষরূপী খোলস পরে সবাই হলো বন্য

তোমার-আমার সেই অমলিন জোড় ভেঙেছে ঘুণে

তুমি খুশি আমি খুশি হই দুজনের খুনে!

আল্লাহ বানায় তোমাকে আর আমায় ভগবানে?

একই জনের সৃষ্টি সবাই নেই ব্যবধান মানে

ভিন্ন কেবল নামে-ডাকে ভিন্ন আরাধনায়

এক স্রষ্টার প্রেমকে পেতে ভিন্ন হয় সাধনায়।

কুচক্রীদের চক্রকে আজ বন্ধু চলো টুটাই

তুমি-আমি আবার এসো সম্প্রীতি-ফুল ফুটাই

তুমি-আমি থাকলে অটুট স্রষ্টা হবেন খুশি

আজ থেকে আর কেউ কাউকে খুঁত খুঁজে না দুষি।

তুমি-আমি বন্ধু বটে, আমরা হলাম দু'ভাই

আমার সুখে আমার দুখে আসুক তোমার দু'পা-ই

আমার প্রতি তোমার মনে আর না থাকুক ঘৃণা

তোমার সুখও পূর্ণ না হোক আমার হাসি বিনা।

হাজার বছর যে মিল ছিল সে মিল আবার বুনি

তুমি-আমি-আমরা চলো সম্প্রীতি-গান শুনি

ধর্ম এবং রাজনীতিতে সজাগ থাকি যাতে

সাম্প্রদায়িক শ্বাপদগুলো সুযোগ না পায় তাতে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়