শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০

চাঁদপুরে ইসলামী শ্রমিক আন্দোলনের জেলা সম্মেলন
স্টাফ রিপোটার ॥

‘সুসম্পর্ক, উৎপাদন, সমৃদ্ধি, শান্তি’ এই স্লোগানকে সামনে রেখে চাঁদপুরে ইসলামী শ্রমিক আন্দোলন জেলা শাখার সম্মেলন-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার ১০ ফেব্রুয়ারি সকালে চাঁদপুর শহরের বিপণীবাগস্থ দলীয় কার্যালয়ে ২০২৩-২৪ সালের নতুন কমিটি গঠনকল্পে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা সিদ্দিকুর রহমান। তিনি তাঁর বক্তব্যে বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠাই আমাদের মূল লক্ষ্য। আমরা চাই মালিক ও শ্রমিকদের মধ্যে সুসম্পর্ক তৈরি হোক। ইসলামের সুমহান আদর্শ হলো মালিক শ্রমিকের কোনো ভেদাভেদ নেই। মালিক ও শ্রমিকদের মধ্যে সুসম্পর্ক তৈরি হলে উৎপাদন বৃদ্ধি পাবে।

চাঁদপুর জেলা শ্রমিক আন্দোলনের সভাপতি পীরজাদা মাওলানা আফসার উদ্দিনের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ইসলামী শ্রমিক আন্দোলনের কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মহিউদ্দিন।

জেলা শ্রমিক আন্দোলনের সাধারণ সম্পাদক মোহাম্মদ মহিবুল্লাহ বেপারীর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সদস্য হাফেজ শাহাদাত হোসেন প্রধানীয়া, চাঁদপুর জেলা ইসলামী আন্দোলনের সভাপতি শেখ মুহাঃ জয়নাল আবদীন, সহ-সভাপতি মাওলানা মাকসুদুর রহমান ও সেক্রেটারী কেএম ইয়াসিন রাসেদসানী।

এছাড়াও সম্মেলনে উপস্থিত ছিলেন জাতীয় শিক্ষক ফোরামের জেলা সভাপতি মাওলানা আনোয়ার আল নোমান, পৌর ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি আবু নাঈম তানভীর, জেলা যুব আন্দোলনের সাবেক সভাপতি মাওলানা হেলাল আহমাদ, জেলা যুব আন্দোলনের সভাপতি মুহাম্মদ আবু বকর সিদ্দিক ও সাধারণ সম্পাদক হাফেজ শাহাদাত হোসাইন।

সম্মেলনে ২০২৩-২৪ সেশনের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি পদে মুহাম্মদ আবুল বাশার তালুকদার, সহ-সভাপতি পদে মাওলানা বোরহান উদ্দিন ও সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ মহিবুল্লাহ বেপারী নির্বাচিত হন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়